কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
আপাতত শহর কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কমছে। বাড়তে পারে তাপমাত্রার পারদ। কলকাতার তাপমাত্রা শুক্রবার থাকতে পারে সর্বোচ্চ ৩৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম এবং শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৪.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮৬ শতাংশ এবং সর্বনিম্ন ৪৭ শতাংশ।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
দক্ষিণবঙ্গে গরম বাড়তে পারে। অস্বস্তিকর আবহাওয়ার জন্য ভোগান্তি বাড়বে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আপাতত দক্ষিণবঙ্গের সেভাবে কোথাও ঝড়-বৃষ্টির সম্ভাবনা নেই। বীরভূম এবং মুর্শিদাবাদে হালকা বৃষ্টিপাত হতে পারে।
গরমে বৃষ্টির জন্য চাতক পাখির মতো অপেক্ষা করছেন সাধারণ মানুষ। আবহবিদদের কথায়, আসন্ন মে মাসে গরমের দাপট বাড়তে পারে। এবারে বর্ষার উপর এল নিনোর প্রভাব খুব একটা বেশি পড়বে না বলে মনে করা হচ্ছে।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
আবহবিদরা জানাচ্ছেন, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় বজ্রগর্ভ মেঘ তৈরি হতে পারে এবং ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে কয়েকদিন এই ধরনের পরিস্থিতি থাকতে পারে বলে মনে করা হচ্ছে। শুক্রবার থেকে ধীরে ধীরে উত্তরবঙ্গের অন্যান্য জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা কমবে। বাড়বে গরম। অস্বস্তি বাড়াবে আপেক্ষিক আর্দ্রতা।
অন্যান্য রাজ্যে কেমন থাকবে আবহাওয়া?
বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড় সহ ভারতের অন্যান্য রাজ্যে। সৌরাষ্ট্র ও কচ্ছে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। একই পরিস্থিতি থাকতে পারে গুজরাটের বিভিন্ন এলাকাতে। গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে তামিলনাডু, পণ্ডিচেরি, কেরালা, মাহে, গুজরাট, কর্নাটক, অন্ধ্রপ্রদেশ এবং ইয়ানামে।