Mamata Banerjee,’২ ঘণ্টা বাংলায় লুকিয়ে ছিল, ধরিয়ে দিয়েছি’, বেঙ্গালুরু বিস্ফোরণকাণ্ডে কাঁথি থেকে গ্রেফতারি নিয়ে মন্তব্য মমতার – mamata banerjee reacts over 2 person detaintation from kanthi for bengaluru rameshwaram cafe blast


বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণকাণ্ডে কাঁথি থেকে দুই সন্দেহভাজনকে গ্রেফতার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। এই নিয়ে রাজনৈতিক তরজা শুরু হয়েছে। কুণাল ঘোষ বলেন, ‘সবাই জানে সেখানে কোন্ পরিবার দুষ্কৃতীদের আনে, আশ্রয় দেয়। এসবে তাদের ভূমিকার তদন্ত হোক।’ রাজ্যকে নিশানা করে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। এবার এই নিয়ে মুখ খুললেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তিনি কোচবিহারের সভা থেকে বলেন, ‘ ওদের একটা ছেলে আছে। আমরা ফোড়ংবাজ বলি, বেশি ফোড়ং কাটে। বেঙ্গালুরুতে একটা বোমা পড়েছিল, লোকগুলো কর্ণাটকের এখানকার নয়। ২ ঘণ্টা বাংলায় লুকিয়ে ছিল। আমরা ২ ঘণ্টার মধ্যে ধরিয়ে দিয়েছি, আমাদের পুলিশ। সেখানে বলছে বাংলা সেফ নয়। তোদের গুজরাট, উত্তরপ্রদেশ সেফ। BJP অত্যাচারি দল। বাংলার মানুষ শান্তি পছন্দ করে যেটা BJP পছন্দ করে না। অত্যাচারের সমস্ত সীমা পার করে গিয়েছে।’

শুভেন্দু অধিকারী বলেন, ‘কাঁথি আমার হোমটাউন। এটা আমি সকালে জেনেছে। পশ্চিমবঙ্গ আন্তর্জাতিক অপরাধী-জঙ্গিদের মুক্তাঞ্চল তা বারে বারে প্রমাণিত হয়েছে।’ তিনি আরও বলেন, ‘এটা স্বাভাবিক যে গোটা ভারতবর্ষে যত বিছিন্নতাবাদী ঘটনা ঘটে তার সেফ জোন পশ্চিমবঙ্গ।’ সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন তিনি।

এবার পালটা সরব হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার কুণাল ঘোষ বলেন, ‘NIA কেও মানতে হল রাজ্য পুলিশের সক্রিয় সহযোগিতার কথা। বেঙ্গালুরু বিস্ফোরণে জড়িত বলে যে গ্রেফতার তারা করেছে তাতে তাদের প্রেস রিলিজেও রাজ্য পুলিশের সহযোগিতার উল্লেখ।আর কোথা থেকে ধরেছে? কাঁথি। সবাই জানে সেখানে কোন্ পরিবার দুষ্কৃতীদের আনে, আশ্রয় দেয়। এসবে তাদের ভূমিকার তদন্ত হোক। বাংলার পুলিশ দেশবিরোধী অশুভ শক্তিকে দমন করতে অবিচল এবং অন্য এজেন্সিকে সহযোগিতা করতেও প্রস্তুত, আবার প্রমাণিত। তাছাড়া মনে রাখুন, এই মামলায় একজন বিজেপি কর্মীও গ্রেপ্তার হয়েছিল।’

এদিকে পশ্চিমবঙ্গ পুলিশের তরফে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করা হয়েছে। যেখানে লেখা হয়েছে, ‘পশ্চিমবঙ্গ পুলিশ এবং কেন্দ্রীয় এজেন্সি যৌথভাবে এই অভিযান চালিয়েছিল।’ অমিত মালব্যের টুইটের পালটা প্রতিক্রিয়া দেওয়া হয় রাজ্য পুলিশের তরফে।

বেঙ্গালুরু বিস্ফোরণকাণ্ডে কাঁথি যোগ! NIA-র সঙ্গে যৌথ অভিযানের দাবি পুলিশের, শুরু তরজা

প্রসঙ্গত, এদিনের সভা থেকে একাধিক ইস্যুতে BJP-কে আক্রমণ করতে শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। CAA নিয়ে সরব হয়েছেন তিনি। ‘ মাছের CAA মাথা, ল্যাজা NRC’, এদিন ফের এই মন্তব্য করেন তৃণমূল সুপ্রিমো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *