BJP West Bengal : দেওয়াল লিখনে রাম কেন? বিতর্ক আসানসোলে, প্রতিবাদ হিন্দু জাগরণ মঞ্চের – hindu jagran manch protested at asansol for using lord ram painting in political wall writing


বিজেপির প্রচারের কেন্দ্রবিন্দুতে নরেন্দ্র মোদী। তবে, প্রভু রাম ছাড়া তিনি আবার অচল। ভোট কুড়োতে রাম স্তুতি লেগেই থাকে তাঁর মুখে। এমনটাই অভিযোগ তুলে আসছে বিরোধীরা। অভিযোগ এবার চিত্রায়িত হল দেওয়াল লিখনেও। প্রভু রামকে নিয়ে এহেন ব্যাঙ্গ চিত্রে বেজায় চটেছে গেরুয়া শিবিরে। উত্তেজনা আসানসোল।
প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে রামের ছবি জুড়ে তৃণমূলের দেওয়াল লিখন। আর তাতেই ভয়াবহ পরিস্থিতি আসানসোল। আসানসোলের বার্নপুরের হীরাপুর এলাকায় নির্বাচনী প্রচারে দেওয়ালে রামের ছবি। হিন্দুজাগরণ মঞ্চের পক্ষ থেকে হিরাপুর থানার সামনে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করা হল। তাঁদের অভিযোগ, শাসক দলের পক্ষ থেকে নির্বাচনী দেওয়ালে ভগবান শ্রী রাম ও নরেন্দ্র মোদীর ছবি আঁকা একটি ব্যঙ্গচিত্র তুলে ধরা হয়েছে। হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে বলা হয়, এতে রামকে অপমান করা হয়েছে। হিন্দুত্বকে অপমান করা হয়েছে।’ তাঁদের দাবি, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি এই দেওয়াল গুলো মোছা না হয় তো বৃহত্তর আন্দোলন করা হবে।

তাঁদের কথায়, এই ঘটনার যেন কোনও পুনরাবৃত্তি না হয়। বিষয়টি নির্বাচন কমিশনকেও জানানো হবে বলে বলেন জানান হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা। রামকে সামনে রেখে রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস। ভগবান রামকে নিয়ে যে কোনও রাজনৈতিক দল যেন রাজনীতি না করেন এটা আমাদের দাবি।

‘সরকারি টাকায় রাম মন্দির, পশ্চিমবঙ্গকে দেওয়ার টাকা নেই’ বিস্ফোরক শত্রুঘ্ন সিনহা

আসানসোলের বার্নপুরের হীরাপুর এলাকায় একটি দেওয়াল লিখন করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, মোদীর চিত্র রয়েছে। তার পাশেই রয়েছে প্রভু রামের ছবি। পাশে লেখা – ‘ছাড়! ছাড় আমাকে, নিজের ক্ষমতায় একবার অন্তত নির্বাচন লড়ে দেখা।’ তৃণমূল কংগ্রেসের প্রতীক চিহ্ন দিয়ে প্রচার করা হয়েছে সেই দেওয়াল লিখনে। এই চিত্রকে কেন্দ্র করেই গোলমালের উৎপাত ওই এলাকায়।

‘গুড ফিনিশার’ আলুওয়ালিয়া! BJP প্রার্থীকে ‘খামোশ’ করতে কী প্ল্যান শত্রুঘ্নর?
তৃণমূলের দাবি, দেওয়াল লিখনে এরকম অনেক ব্যাঙ্গ চিত্র করা হয়। এখানে কাউকে আঘাত দেওয়ার জন্য কিছু করা হয়নি। স্থানীয় এক তৃণমূল নেতৃত্বের কথায়, এটা তো সত্যি, শুধুমাত্র রাম নাম করেই মোদী ভোট চাইছেন, উন্নয়নের জন্য, মানুষের কর্মংস্থানের জন্য তো কিছু করেননি। সেই কারণেই এরকম দেওয়াল লিখন করা হয়েছে। এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন শত্রুঘ্ন সিনহা, উল্টোদিকে বিজেপির হয়ে এবার এই কেন্দ্র লড়ছেন সুরিন্দর সিং আলুওয়ালিয়া। যুযুধান দুই প্রার্থীর নির্বাচনী লড়াইয়ের মাঝেও দেওয়াল লিখন নিয়ে উত্তপ্ত হয়ে উঠল এই লোকসভা কেন্দ্র।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *