স্থানীয় বাসিন্দারা জানান, আগুন লাগার বিষয়টি চোখে পড়তেই প্রথমে স্থানীয় বাসিন্দারা জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু, কিছু মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়তে থাকে বস্তির একাধিক বাড়িতে। আগুনের তীব্রতা ভয়ঙ্কর ছিল বলে জানা যাচ্ছে। আগুন আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে যায় স্থানীয় মানুষ।
তবে, স্থানীয় বাসিন্দাদের দাবি অনুযায়ী কী ভাবে আগুন লাগল, সে ব্যাপারে পরিষ্কার কিছু জানা যায়নি। কিছু মানুষের মতে, গ্যাসের সিলিন্ডার ফেটে গিয়ে অগ্নিকাণ্ড ঘটতে পারে। তবে, অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। দমকলের তরফে জানা গিয়েছে, ঘিঞ্জি এলাকা হওয়ার জন্য আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ হতে হচ্ছে দমকল কর্মীদের। আগুন লাগার কারণ সম্পর্কে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানানো হয়নি দমকলের তরফে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে। আগুন যাতে আর ছড়িয়ে না পড়ে সে ব্যাপারে নিরন্তর চেষ্টা করা হচ্ছে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে গিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু। তিনি জানান, খবর পাওয়া মাত্রই আমি ঘটনাস্থলে যাই। আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা সময় লাগছে। আগুন নেভানোর জন্য আমাদের রোবট রয়েছে। সেগুলিকে আগুন নেভানোর জন্য কাজে লাগানো হচ্ছে। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসবে বলে আশ্বাস দেন তিনি।