Mamata Banerjee : নববর্ষের আগের রাতে কালীঘাটে পুজো, স্কাইওয়াক নিয়ে বড় ঘোষণা মমতার – mamata banerjee announced kalighat mandir skywalk will open on august


বর্ষবরণের আগের রাতে কালীঘাট মন্দিরে পুজো দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যান্য বছরের মতো নিজের পরিবারের সদস্যদের সঙ্গে মায়ের আশীর্বাদ নিতে মন্দিরে হাজির হন তিনি। পুজো শেষে মন্দির চত্বর ঘুরে দেখেন। পাশাপাশি, কালীঘাট স্কাই ওয়াক নিয়ে এদিন খুশির খবর দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।দক্ষিণেশ্বরে মন্দিরের স্কাই ওয়াক নির্মাণের পর কালীঘাট মন্দিরের স্কাই ওয়াক নির্মাণের কাজ শুরু করেছিল রাজ্য সরকার। নির্মাণ কার্য চলছে। মুখ্যমন্ত্রী এদিন জানান, অগাস্ট মাসের মধ্যেই এই স্কাই ওয়াক নির্মাণের কাজ শেষ হয়ে যাবে। মন্দিরের বাইরে নির্মীয়মাণ স্কাইওয়াকের কাজ শেষ হলেই সেটা চালু করে দেওয়া হবে বলে জানান তিনি।

কালীঘাট স্কাই ওয়াক নির্মাণের কাজ প্রায় শেষের পর্যায়ে। তবে কেন এই স্কাই ওয়াক চালু করা হচ্ছে না। মমতা বলেন, ‘এখনও আমরা অফিশিয়ালি ওপেন করিনি। কারণ যত ক্ষণ স্কাইওয়াকের কাজটা পুরোপুরি শেষ হচ্ছে, তত দিন হকারদের এনে বসানো যাবে না। সব কিছু একটা সিস্টেমে আনতে হবে।’ অগাস্ট মাসের মধ্যে কাজ শেষ হয়ে যাবে বলেও জানান তিনি।

‘কী দোষ করেছিল তৃণমূল?’ প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের

নিজের ভ্রাতৃবধূ লতা বন্দ্যোপাধ্যায় ও কাজরী বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্যা আজানিয়াকে নিয়ে এদিন কালীঘাট মন্দিরে হাজির হন মমতা বন্দ্যোপাধ্যায়। মন্দিরের গর্ভগৃহে গিয়ে পুজো দেন তাঁরা। এরপরেই কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমকে নিয়ে পুরো মন্দির চত্বর ঘুরে দেখেন তিনি। কালীঘাট মন্দিরের সংস্কারের কাজ চলছে, সেইগুলি তদারকি করেন তিনি।

ইতিমধ্যে, কালীঘাট মন্দিরের সংস্কারের কাজের দায়িত্ব দেওয়া হয়েছে শিল্পপতি মুকেশ আম্বানির রিলায়েন্স গ্রুপকে। দীর্ঘ কয়েক মাস ধরে মন্দিরের প্রাচীন ঐতিহ্যকে বজায় রেখে সংস্কারের কাজ চলছে। কালীঘাট মন্দিরের চূড়া সোনায় মুড়িয়ে দেওয়ার কাজ ইতিমধ্যে শেষ হয়েছে। এছাড়াও মন্দিরের ভেতরের একাধিক অংশে সংস্কারের কাজ করা হচ্ছে। সেই কাজ খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী।

Bangla Diwas 2024 : কমিশনের অনুমতি নিয়ে ‘বাংলা দিবস’ পালন করবে রাজ্য সরকার
আধ ঘণ্টা মন্দির চত্বর পরিদর্শনের পর মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মুকেশরা মন্দিরের চূড়াটা তৈরি করেছে। আমরাও সংস্কারের কাজ করেছি। প্রায় ২০০ কোটি টাকা আমাদেরও খরচ হয়েছে। দক্ষিণেশ্বরে স্কাইওয়াক করেছি। এছাড়া দিঘায় জগন্নাথধামও তৈরি করা হচ্ছে। আমি চাই সব ধর্মের মানুষ, সব সময় শান্তিতে থাকুন।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *