Sara Ali Khan Ayan Mukerji,সারা আলি খান ও আয়ান মুখোপাধ্যায় একই সময়ে লেন্সবন্দি! সামথিং কুকিং? – sara ali khan and ayan mukerji snapped outside gym centre in juhu watch viral video


শনিবারের দুুুপুর। মুম্বইয়ের এক সেলেব্রিটি ফেভারিট জিমের বাইরে একই সময়ে লেন্সবন্দি হলেন আয়ান মুখোপাধ্যায় এবং সারা আলি খান! এই দু’জনকে এর আগে কখনও একসঙ্গে কোথাও ওয়র্কআউট করতে দেখা যায়নি। আর যেই না এই ভিডিয়ো সামনে এল, অমনি গুনগুন শুরু হয়ে গেল। তাহলে কি ডেট করছেন সারা-আয়ান! এতদিন এটাই লুকিয়ে রেখেছিলেন? নাকি তাঁরা জাস্ট গুড ফ্রেন্ডস! এই নিয়েই আজকের সমাজ মাধ্যম উত্তাল বলা যায়। এই গুঞ্জনে কবে সাড়া দেব এই দুই সেলিব্রিটি, সেটা সময় বলবে, আপাতত এই ভিডিয়ো উপভোগ করুন আপনারা। আসুন দেখে নিন এই ভিডিয়ো। দেশ থেকে বিদেশের নানা খবরের পাশাপাশি বিনোদন সংক্রান্ত যাবতীয় খবরে আপডেটেড থাকতে আপনাদের নজর থাকুক এই সময় ডিজিটালে। Watch Entertainment Video.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *