Babul Supriyo News : ‘খড়গপুরের গোরুর দুধে সোনা শেষ…’, দিলীপকে কটাক্ষ বাবুলের – babul supriyo attacks dilip ghosh from raiganj


তাঁদের সম্পর্ক বঙ্গ রাজনৈতিক মহলের কাছে অজানা নয়। এক দলে থাকাকালীনও দিলীপ ঘোষ এবং বাবুল সুপ্রিয়র সম্পর্ক সমীকরণ বিভিন্ন সময় চর্চায় উঠে এসেছে। আপাতত দুই জনেই দুই রাজনৈতিক দলের সদস্য। এবার লোকসভা ভোটের মুখে দিলীপ ঘোষের বিরুদ্ধে সুর চড়ালেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়।রায়গঞ্জে নির্বাচনী প্রচারে গিয়ে দিলীপ ঘোষকে তীব্র কটাক্ষ করেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়। রবিবার নববর্ষের দিনে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণীর প্রচারে আসেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়। এদিন রায়গঞ্জ শহরের সুপার মার্কেট সংলগ্ন এলাকা থেকে তৃণমূল প্রার্থীর সমর্থনে একটি মিছিল শুরু হয়ে রায়গঞ্জ শহর পরিক্রমা করে শহরের বকুলতলা এলাকায় এসে শেষ হয়। এই মিছিলে বাবুল সুপ্রিয় ছাড়াও উপস্থিত ছিলেন প্রার্থী কৃষ্ণ কল্যাণী সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব।

মিছিল শেষে রায়গঞ্জ পৌর বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি মন্দিরে পুজো দেন মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং প্রার্থী কৃষ্ণ কল্যাণী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাবুল সুপ্রিয় রায়গঞ্জের প্রাক্তন সাংসদ দেবশ্রী চৌধুরীকে তীব্র কটাক্ষ করেন। তিনি বলেন, ‘BJP-র সাংসদ এখান থেকে পালিয়ে গিয়েছে। পাঁচ বছরে কী কাজ করেছেন, তার রিপোর্ট কার্ডও বের করতে পারেননি।’

অপরদিকে দিলীপ ঘোষকে কটাক্ষ করে তিনি বলেন, ‘BJP সাংসদই তো এখান থেকে পালিয়ে গিয়েছে। BJP-র এমন অবস্থা যে দিলীপ ঘোষকেই তাঁকেই খড়গপুর থেকে দুর্গাপুরে সরিয়ে দেওয়া হয়েছে। তবে এর একটা কারণ থাকতে পারে যে তিনি খড়গপুরে গোরুর দুধ থেকে সোনা পাচ্ছিলেন সেটা শেষ হয়ে গিয়েছে হয়তো। তাই তাঁকে দুর্গাপুরের গোরুর কাছে পাঠানো হয়েছে। ওঁর সঙ্গে আমার চিরকাল অম্ল মধুর সম্পর্ক।’

একইসঙ্গে বাবুলের সংযোজন, ‘ যখন আসানসোল থেকে আমাকে নানা ভাবে অন্য জায়গায় পাঠানোর চেষ্টা করা হয়েছিল আমি জোরের সঙ্গে বলেছিলাম ওখানে যা কাজ করেছি আমি ১০০ শতাংশ জিতব। আর যদি হেরেও যাই সেখান থেকে পালাব না। আপনারা নিজেরাই দেখে নিন যে ওদের সাংসদ নিজের এলাকায় একটা রিপোর্ট কার্ড পর্যন্ত বার করতে পারেন না।’

দিলীপ ঘোষকে ঘিরে ‘গো ব্যাক স্লোগান’ মহিলাদের, ‘চায়ে পে চর্চা’-য় ব্যাপক উত্তেজনা

অন্যদিকে, বেঙ্গালুরু ক্যাফে বিস্ফোরণকাণ্ডে দুই অভিযুক্ত জঙ্গির বাংলা থেকে গ্রেফতার হওয়া প্রসঙ্গে সুর চড়াচ্ছেন বিরোধীরা। পালটা আক্রমণ করে বাবুলের মন্তব্য, ‘বেঙ্গালুরু বিস্ফোরণকাণ্ডের অপরাধী এতগুলো রাজ্য টপকে বাংলা পর্যন্ত এল কী করে? ব্যর্থতাটা কার? যখন বিস্ফোরণের ঘটনা ঘটল তখন বেঙ্গালুরু পুলিশ কী করছিল? NIA কী করছিল?’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *