Dipshita Dhar,’পদ্মে দাঁড়িয়ে মমতা’,পায়ের কাছে অমিত শাহ! দেওয়াল লিখনে কায়দা করতে গিয়ে ‘বেকায়দায়’ বামেরা – sreerampur one wall writing of cpim offend tmc and bjp leaders


পদ্মে দাঁড়িয়ে মমতা,পায়ের কাছে অমিত শা! রিষড়ায় বামেদের দেওয়াল লিখন নিয়ে তুঙ্গে বিতর্ক। তড়িঘড়ি তা মুছে ফেলার সিদ্ধান্ত নিল CPIM। রিষড়া বাঙুর পার্কে শ্রীরামপুরের সিপিএম প্রার্থী দীপ্সিতা ধরের সমর্থনে দেওয়াল লেখা হয়। সেখানেই কার্টুন আঁকা হয়েছিল। BJP-তৃণমূল-এর ‘আঁতাত’-এর দাবিকে সামনে রেখে এই দেওয়াল লিখন লিখতে চেয়েছিল বামেরা। সেখানে দেখানো হয়, মমতা বন্দ্যোপাধ্যায় একটি পদ্মফুলের উপর দাঁড়িয়ে আছেন। তাঁর হাতে জোড়াফুলের প্রতীক। অন্যদিকে, তাঁর পায়ের কাছে দাঁড়িয়ে রয়েছেন অমিত শাহ।এই কার্টুনে জাতীয় ফুলের অবমাননা বলে অভিযোগ করা হয় BJP-র পক্ষ থেকে। স্থানীয় BJP নেতৃত্বের দাবি, পদ্মফুল শুধু BJP-র প্রতীক নয়, জাতীয় ফুলও বটে। তাই কারও পায়ের নীচে এই ধরনের ছবি অবমাননাকর। CPIM এই সমস্ত দেওয়াল লিখন করে প্রচারে থাকতে চায়ছে। রিষড়া পুরসভার BJP কাউন্সিলর শশী সিং বলেন, ‘আমরা নির্বাচন কমিশনে অভিযোগ জানাব।’

রিষড়া যুব তৃণমূল সভাপতি দীপশঙ্কর দত্ত বলেন, ‘বাম রাম সেটিং সবাই দেখেছে। ২০১৯ সালে কী হয়েছিল! আর BJP জাতীয় ফুলের কথা বলছে! তাদের পতাকায় থাকে পদ্মের ছবি। সেগুলি যখন রাস্তায় নর্দমায় গড়ায় তখন অবমাননা হয় না?’

তিনি আরও বলেন, ‘এই কার্টুনের মাধ্যমে যে লিখেছে এই দেওয়াল লিখন তিনি নিকৃষ্ট মানসিকতার পরিচয় দিয়েছেন। রাম এবং বাম মিলে মিশে একাকার হয়েছে। ওরা নিজেদের সেটিংয়ের রাজনীতি করে চলেছে। ওরা বুঝে গিয়েছে লোকসভা নির্বাচনে আমরা ওদের বিরাট ভোটে হারাতে চলেছি। তাই এই সমস্ত বলছে।’

CPIM

এই দেওয়াল লিখন ঘিরেই বিতর্ক

CPIM- এর স্থানীয় নেতা প্রদ্যুৎ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘একটা ভুল আমাদের জুনিয়র কমরেডরা করে ফেলেছে। আমরা মুছে দিয়েছি। এটা করা ঠিক হয়নি।’ এই দেওয়াল লিখনকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।

উল্লেখ্য, আসন্ন লোকসভা নির্বাচনের জন্য তৃণমূল রাজ্যের ৪২টি আসনেই প্রার্থী দিয়েছে। কেন্দ্রে ইন্ডিয়া জোট থাকলেও বাংলায় সিপিএম এবং কংগ্রেসের সঙ্গে নয়, আলাদা লড়ছেন বলেই জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে কংগ্রেস এবং বামেরা ইতিমধ্যেই আসন সমঝোতা শেষ করেছে।

লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মাসে ১০ হাজার করার জন্য আন্দোলনে বাম-কংগ্রেস! দাবি হাত শিবিরের প্রার্থীর

দেওয়া হয়েছে প্রার্থীও। বামেরা এবারে একাধিক তরুণ মুখের উপর ভরসা রেখেছে। এর মধ্যে অন্যতম হল দীপ্সিতা ধর। এই বাম নেত্রী ইতিমধ্যেই তাঁর লোকসভা নির্বাচনী কেন্দ্রে অনবরত প্রচার চালিয়ে যাচ্ছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *