কী ভাইরাল হয়েছে?
একটি ফেসবুক পোস্টে ভিডিয়ো শেয়ার করা হয়েছে। সেখানে ক্যাপশানে লেখা, ‘ইস বার পগার পার’। আর ভিডিয়োটিতে লেখা, ‘শুভেন্দু বনাম দিলীপ, ৪০০ পার‘। ভিডিয়োতে দেখা যাচ্ছে, দুটি পক্ষ একে অপরকে লক্ষ্য করে চেয়ার ছুড়ছে। অনেক ফেসবুক ব্যবহারকারী দাবি করছে, এই ভিডিয়োতে যে দুই পক্ষকে দেখা যাচ্ছে তারা আসলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং BJP-র বিদায়ী সাংসদ দিলীপ ঘোষের গোষ্ঠী।
আদৌ এই ভিডিয়োটি সত্যি কিনা তা জানার জন্য ফ্যাক্ট চেক করে ‘নিউজ চেকার’ । ভাইরাল ভিডিয়োর কি-ফ্রেমের রিভার্স ইমেজ সার্চ করলে বোঝা যায় এই তা গত ৭ এপ্রিল The Communemag নামক একটি নিউজ ওয়েবসাইটে একটি প্রকাশিত হয় যা একই ধরনের। সংশ্লিষ্ট প্রতিবেদন থেকে জানা যায়, গত ৬ এপ্রিল কাঞ্চিপুরমে একটি নির্বাচনী বিতর্ক সভা আয়োজিত হয় সেখানে বিভিন্ন দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন BJP, DMK, CPIM, নেতারা। ওই বিতর্ক সভাই কার্যত ‘রণক্ষেত্র’-এর চেহারা নেয়। DMK এবং BJP কর্মীরা হাতাহাতিতে নামে। একে অপরকে লক্ষ্য করে চেয়ার ছোড়ে।
নিজের এক্স হ্যান্ডেলে এই ঘটনার একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন Savukku Media-র এডিটর ইন চিফ আবদুল মুথালিফ। শুধু তাই নয়, বিভিন্ন মহলে এই ভিডিয়োটির তীব্র নিন্দা হয়েছিল। এর মধ্যে রয়েছে তামিলনাডু BJP-র রাজ্য সম্পাদক এসজি সূর্য। তিনিও ওই বিতর্ক সভাতে হাজির ছিলেন।
সত্যিটা তবে কী?
উপরের সমস্ত তথ্য ও প্রমাণের ভিত্তিতে এটা স্পষ্ট যে ভিডিয়োটির সঙ্গে বাংলার কোনও যোগাযোগ নেই। যেহেতু ভিডিয়োটি বাংলার নয়, সেক্ষেত্রে দিলীপ ঘোষ বা শুভেন্দু অধিকারীর সঙ্গে যোগাযোগ থাকার কোনও প্রশ্নই উঠতে পারে না। সম্পূর্ণ ভুয়ো ভিডিয়োটি বিভ্রান্তি তৈরি করার জন্য শেয়ার করে হয়েছে বলেই তদন্তের প্রেক্ষিতে জানা যাচ্ছে।
(This story was originally published by News Checker and Edited And Translated by Ei Samay Digital as part of the Shakti Collective)