কুণালের বক্তব্য, NIA এসপির সঙ্গে বিজেপির নেতার বৈঠকের ঘটনায় আদর্শ আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে। তিনি বলেন, &এরপরই নির্বাচন কমিশন অন্য পথ বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজ, বিজেপি তাদের একজন ‘ইমপ্যাক্ট প্লেয়ার’ মোতায়েন করেছে, সেটি হল আয়কর বিভাগ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে তল্লাশি চালানো এবং তার নিরাপত্তা কর্মীদের হয়রানি করা হয়।’
প্রসঙ্গত, বেহালা ফ্লাইং ক্লাবে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য ভাড়া করা হেলিকপ্টার ট্রায়াল রান চলছিল। সেই সময়, আয়কর বিভাগের একটি টিম হানা দেয় বলে তৃণমূলের দাবি। হেলিকপ্টারের ভেতরে তল্লাশি চালানো হয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা রক্ষীরা হঠাৎ এই তল্লাশির কারণ জানতে চান। এর মাঝেই দুপক্ষ বিতর্কে জড়িয়ে পড়ে বলে অভিযোগ। ঘটনার কথা জানিয়ে নিজের এক্স হ্যান্ডেলে ক্ষোভ উগড়ে দেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রতিবাদ করেন অন্যান্য তৃণমূল শীর্ষ নেতৃত্ব। তল্লাশি চালানোর পর আদৌ কিছু পাওয়া যায়নি বলে তৃণমূলের তরফে দাবি করা হয়েছে।
প্রসঙ্গত, কিছুদিন আগেই একটি সাংবাদিক বৈঠক করে রাজ্যে একাধিক তৃণমূল নেতার বাড়িতে NIA তল্লাশি চালানো বলে দাবি করেছিলেন কুণাল ঘোষ। এর কিছুদিনের মধ্যেই পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে NIA তল্লাশি হয়। সেখান থেকে দুইজন তৃণমূল নেতাকে গ্রেফতার করা হয়। এরপরেই NIA-এর বিরুদ্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় তৃণমূল। তার মাঝেই NIA এসপি ধন রাম সিংয়ের সঙ্গে জিতেন্দ্র তিওয়ারির একটি গোপন বৈঠকের কিছু প্রামাণ্য নথি তুলে ধরা হয় তৃণমূলের তরফে। এমত অবস্থায় কমিশনের কাছে NIA, CBI, ED এবং আয়কর দফতরের প্রধানকে স্থানাতর করার আবেদন জানিয়েছিল তৃণমূল।