West Bengal BJP Leader,ভোটের আগে BJP নেতাদের গাড়ি থেকে উদ্ধার লাখ লাখ টাকা! শোরগোল – huge cash recovered from bjp leader in jalpaiguri


দোরগোড়ায় লোকসভা নির্বাচন। রাজ্যের জায়গায় জায়গায় চলছে নাকা চেকিং। সুরক্ষা ব্যবস্থা সুনিশ্চিত করার জন্য উদ্যোগী পুলিশ প্রশাসন। এবার নাকা চেকিংয়ে দুই BJP নেতা নেত্রীর গাড়ি থেকে উদ্ধার মোটা টাকা। জানা গিয়েছে, নাকা চেকিংয়ে উদ্ধার হয়েছে প্রায় নয় লাখ ৫ হাজার টাকা। এই টাকার উৎস ঠিক কী? তদন্তে নেমেছে মালবাজার থানার পুলিশ।

প্রথম দফার নির্বাচনে আর হাতে গোনা মাত্র এক সপ্তাহ বাকি। তার আগেই জলপাইগুড়িতে গেরুয়া শিবিরের নেতা নেত্রীর গাড়ি থেকে নয় লাখের বেশি টাকা উদ্ধার হয়েছে।

লোকসভা নির্বাচনের মুখে রাজ্যজুড়ে জায়গায় জায়গায় চলছে নাকা চেকিং। জানা গিয়েছে, শনিবার মালবাজারের ক্রান্তি এলাকা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলেন BJP-র মাল বিধানসভার আহ্বায়ক রাকেশ নন্দী। তাঁর গাড়িতে তল্লাশি চালাতে গিয়েই চোখ কপালে ওঠে তদন্তকারীদের। কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার হয়। তা গুণে জানা যায়, প্রায় সাত লাখ ৭৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। কোথা থেকে এই বিপুল পরিমাণ টাকা এল? এই প্রশ্নের জবাবে তিনি জানিয়েছিলেন, ভোটের কাজের জন্য দলের মহিলা মোর্চা দীপা বণিকের থেকে তিনি এই টাকা নিয়ে যাচ্ছিলেন। ভোটের কাজে লাগানোর কথা বলেছিলেন তিনি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। এদিকে ওই একই রাস্তা দিয়ে যাচ্ছিলেন দীপা বণিকও। তাঁর গাড়িতে তল্লাশি চালিয়েও প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা পায় পুলিশ। এই পুরো টাকাটা বাজেয়াপ্ত করে ক্রান্তি থানার পুলিশ। এই ঘটনাটি সামনে আসার পরেই রাজনৈতিক তরজা তুঙ্গে।

বিষয়টি নিয়ে মালবাজার টাউনের তৃণমূল নেতা অমিত দে বলেন, ‘এতে প্রমাণিত হয়ে যাচ্ছে বিজেপি টাকা দিচ্ছে। ওরা মানুষের ভোট কিনতে চেষ্টা করছিল। ওরা যে টাকা দিয়ে ভোট কেনে তা এই বাজেয়াপ্ত হওয়া টাকাতেই হাতে নাতে প্রমাণিত।’ যদিও এই প্রসঙ্গে স্থানীয় BJP নেতা নবীন শা বলেন, ‘ওরা বিরোধী। তাই বিরোধিতা করবে। মানুষ জানে কাদের কাছে টাকা রয়েছে আর কাদের কাছে নেই।’

লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মাসে ১০ হাজার করার জন্য আন্দোলনে বাম-কংগ্রেস! দাবি হাত শিবিরের প্রার্থীর

যদিও বিষয়টি নিয়ে রাকেশ নন্দী এবং দীপা বণিকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এই বিপুল পরিমাণ টাকার উৎস ঠিক কী? তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। আগামী ১৯ এপ্রিল জলপাইগুড়িতে অনুষ্ঠিত হবে নির্বাচন। তার আগে এই ঘটনায় শোরগোল পড়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *