প্রথম দফার নির্বাচনে আর হাতে গোনা মাত্র এক সপ্তাহ বাকি। তার আগেই জলপাইগুড়িতে গেরুয়া শিবিরের নেতা নেত্রীর গাড়ি থেকে নয় লাখের বেশি টাকা উদ্ধার হয়েছে।
লোকসভা নির্বাচনের মুখে রাজ্যজুড়ে জায়গায় জায়গায় চলছে নাকা চেকিং। জানা গিয়েছে, শনিবার মালবাজারের ক্রান্তি এলাকা দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলেন BJP-র মাল বিধানসভার আহ্বায়ক রাকেশ নন্দী। তাঁর গাড়িতে তল্লাশি চালাতে গিয়েই চোখ কপালে ওঠে তদন্তকারীদের। কাঁড়ি কাঁড়ি টাকা উদ্ধার হয়। তা গুণে জানা যায়, প্রায় সাত লাখ ৭৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। কোথা থেকে এই বিপুল পরিমাণ টাকা এল? এই প্রশ্নের জবাবে তিনি জানিয়েছিলেন, ভোটের কাজের জন্য দলের মহিলা মোর্চা দীপা বণিকের থেকে তিনি এই টাকা নিয়ে যাচ্ছিলেন। ভোটের কাজে লাগানোর কথা বলেছিলেন তিনি।
প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। এদিকে ওই একই রাস্তা দিয়ে যাচ্ছিলেন দীপা বণিকও। তাঁর গাড়িতে তল্লাশি চালিয়েও প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা পায় পুলিশ। এই পুরো টাকাটা বাজেয়াপ্ত করে ক্রান্তি থানার পুলিশ। এই ঘটনাটি সামনে আসার পরেই রাজনৈতিক তরজা তুঙ্গে।
বিষয়টি নিয়ে মালবাজার টাউনের তৃণমূল নেতা অমিত দে বলেন, ‘এতে প্রমাণিত হয়ে যাচ্ছে বিজেপি টাকা দিচ্ছে। ওরা মানুষের ভোট কিনতে চেষ্টা করছিল। ওরা যে টাকা দিয়ে ভোট কেনে তা এই বাজেয়াপ্ত হওয়া টাকাতেই হাতে নাতে প্রমাণিত।’ যদিও এই প্রসঙ্গে স্থানীয় BJP নেতা নবীন শা বলেন, ‘ওরা বিরোধী। তাই বিরোধিতা করবে। মানুষ জানে কাদের কাছে টাকা রয়েছে আর কাদের কাছে নেই।’
যদিও বিষয়টি নিয়ে রাকেশ নন্দী এবং দীপা বণিকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। এই বিপুল পরিমাণ টাকার উৎস ঠিক কী? তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। আগামী ১৯ এপ্রিল জলপাইগুড়িতে অনুষ্ঠিত হবে নির্বাচন। তার আগে এই ঘটনায় শোরগোল পড়েছে।