আজ থেকেই চালকবিহীন রেক, আরও কম সময়ের ব্যবধানে মেট্রো পরিষেবা – automatic train operation system is start in east west metro route from today


একের পর এক ইতিহাস সৃষ্টি কলকাতা মেট্রোর। কিছুদিন আগেই গঙ্গার তলা গিয়ে শুরু হয়েছে মেট্রো পরিষেবা। ফলে কলকাতা ও হাওড়ার মধ্যে যোগাযোগ হয়ে উঠেছে আরও সহজ। এবার অটোমেটিক ট্রেন অপারেশন (ATO) বা চালকবিহীন মেট্রো পরিষেবা কলকাতা মেট্রোয়। একটি বেসরকারি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, আজ সোমবার থেকে ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ রুটে আনুষ্ঠানিকভাবে চালু। ইস্ট-ওয়েস্ট মেট্রো লাইনে স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা রয়েছে। যার মাধ্যমে কন্ট্রোল রুম থেকেই মেট্রোর যাবতীয় গতিবিধি নিয়ন্ত্রণ করা যাবে। তার ফলে কোনও চালক ছাড়াই যাত্রী বোঝাই মেট্রো যাতায়াত করতে পারবে। বর্তমানে ইস্ট-ওয়েস্ট মেট্রোর শিয়ালদা-সেক্টর ফাইভ রুটে ২০ মিনিটের ব্যবধানে পরিষেবা পাওয়া যায়। অটোমেটিক ট্রেন অপারেশনে সময়ের ব্যবধান দুই থেকে তিন মিনিটের মতো কমবে বলে জানা যাচ্ছে।এই বিষয়ে মনে রাখতে হবে, গত কয়েকমাস ধরে এই রুটে যাত্রী পরিষেবা শেষ হওয়ার পর খালি রেক দিয়ে পরীক্ষামূলকভাবে এই স্বয়ংক্রিয় পদ্ধতিতে রেক চালানোর প্রক্রিয়া শুরু করা হয়েছিল। সেই পরীক্ষায় সাফল্যও পাওয়া গিয়েছে। এই প্রসঙ্গে কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি আগেই আগেই জানিয়েছিলেন, স্বয়ংক্রিয়ভাবে মেট্রো রেক চালানো গেলেও যাত্রীদের কথা মাথার রেখে কেবিনে চালক উপস্থিত থাকবেন। তাঁর মতে, কলকাতায় যাত্রীদের কাছে এটি একেবারেই নতুন বিষয়। তাই বিনা চালকের মেট্রো রেক নিয়ে যাত্রীদের মনে খানিক উদ্বেগ বা উৎকণ্ঠা তৈরি হতে পারে। তাই শুরুর দিকে ATO পদ্ধতিতে মেট্রো পরিষেবা চালু হলেও কেবিনে চালকরা উপস্থিত থাকবেন। কিন্তু বাস্তবে সেখানে তাঁদের কোনওরকম ভূমিকা থাকবে না বলেই জানা যাচ্ছে। পরবর্তীতে যাত্রীরা এই ব্যবস্থার সঙ্গে অভ্যস্ত হয়ে গেলে সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে। মেট্রে কর্তৃপক্ষ মনে করছে নতুন এই ব্যবস্থা যাত্রীদের স্বচ্ছন্ন আরও পারবে।

এক্ষেত্রে শিয়ালদা-সেক্টর ফাইভের মধ্যে মেট্রো পরিষেবার ব্যবধান ২০ মিনিটের বদলে এই ব্য়বস্থা ১৭ মিনিট হবে। অপরদিকে সেক্টর ফাইভ থেকে শিয়ালদার মধ্যে মেট্রোর পরিষেবার ব্যবধান ২০ মিনিটের বদলে করা হবে ১৮ মিনিট। তবে দিনের প্রথম এবং শেষ মেট্রো পরিষেবার সময়সূচি একই থাকবে বলে জানা গিয়েছে। দিনের প্রথম মেট্রো শিয়ালদা ও সেক্টর ফাইভ স্টেশন থেকে ছাড়বে যথাক্রমে সকাল ৬টা ৫৫ মিনিট এবং সকাল ৭টায়। আবার ওই দুই স্টেশন থেকে দিনের শেষ মেট্রো ছাড়বে যথাক্রমে রাত ৯টা ৩৫ মিনিট ও ৯টা ৪০ মিনিটে। এক কথায় বলতে গেলে কলকাতা মেট্রোয় আরও এক যুগের সূচনা আজ থেকেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *