Candidate List Lok Sabha 2024,নিশীথ-নির্মল-জগদীশকে তো চেনেন, প্রথম দফার নির্বাচনে কোন দলের আর কারা লড়ছেন? – all candidates of alipurduar cooch behar and jalpaiguri constituency on first phase lok sabha election 2024


মাঝে আর কয়েকটা দিন, তারপরেই দেশে শুরু লোকসভা নির্বাচন। এবার দেশে মোট ৭ দফায় হতে চলেছে লোকসভা নির্বাচন। বাংলাতেও লোকসভা ভোট হবে ৭ দফায়। আগামী ১৯ তারিখ প্রথম দফার নির্বাচনে দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি ভোট হবে বাংলায় ৩টি কেন্দ্রেও। প্রথম দফার নির্বাচনে ভোটগ্রহণ হতে চলেছে কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। একনজরে দেখে নেওয়া যাক প্রথম দফার নির্বাচনে ওই ৩ কেন্দ্র থেকে কারা কারা লড়বেন।

কেন্দ্র প্রার্থী
আলিপুরদুয়ার প্রকাশচিক বরাইক (তৃণমূল কংগ্রেস), মনোজ টিগ্গা (বিজেপি),মিলি ওরাও (আরএসপি), পরিমল ওরাও (নির্দল),অর্জুন ইন্দওয়ার (নির্দল), রাহুল মরক (কিষাণ মজদুর সংঘর্ষ পার্টি), বিনয় মুর্মু (নর্থ বেঙ্গল পিপলস পার্টি), ববিতা বরা (গণ সুরক্ষা পার্টি), নৃপেন্দ্র নারায়ণ দেবকার্জী (কামতাপুর পিপলস পার্টি ইউনাইটেড), চন্দন ওরাও (সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া কমিউনিস্ট), মুনিব নার্জিনারি (বহুজন সমাজ পার্টি)
কোচবিহার জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া (তৃণমূল কংগ্রেস), নীতীশচন্দ্র রায় (অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক), নিশীথ প্রামাণিক (বিজেপি), কমলেশ বর্মন (নির্দল), অমল দাস (নির্দল), প্রদীপকুমার রায় (কামতাপুর পিপলস পার্টি ইউনাইটেড), পিয়া রায়চৌধুরী (জাতীয় কংগ্রেস), হরেকৃষ্ণ সরকার (নির্দল), সুবোধ প্রধান (নির্দল), বিধান দাস (নির্দল), নবী বর্মন (নির্দল), কিশোর রায় (নির্দল), দিলীপচন্দ্র বর্মন (সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া কমিউনিস্ট), পূর্ণমোহন রায় (বহুজন সমাজ পার্টি)
জলপাইগুড়ি নির্মলচন্দ্র রায় (তৃণমূল কংগ্রেস), জয়ন্তকুমার বর্মন (বিজেপি), দেবরাজ বর্মন (সিপিআইএম), বিনোদ মল্লিক (বহুজন সমাজ পার্টি), মানবেন্দ্র রায় (কামতাপুর পিপলস পার্টি ইউনাইটেড), রনজিত বর্মন (মূলনিবাসী পার্টি অফ ইন্ডিয়া), রামপ্রসাদ মণ্ডল (সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়াকমিউনিস্ট), অধীরচন্দ্র বর্মন (নির্দল), নিরোদচন্দ্র অধিকারী (নির্দল), মহেশ্বর বর্মন (নির্দল), শিপ্রা রায় হাকিম (নির্দল), হরেকৃষ্ণ সরকার (নির্দল)

ইতিমধ্যেই দলীয় প্রার্থী হয়ে প্রচার শুরু করে দিয়েছেন বিভিন্ন রাজনৈতিকদলের নেতানেত্রীরা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রত্যেকেই দলীয় প্রার্থীদের হয়ে প্রচার সভা করছেন। উত্তরবঙ্গে লাগাতার প্রচার সভা করতে দেখা গিয়েছে তৃণমূল নেত্রীকে। প্রথম দফার নির্বাচনে যে সমস্ত প্রার্থীরা লড়াই করছেন, তাঁদের মধ্যে তৃণমূল ও বিজেপি ওপর বিশেষভাবে নজর থাকবে, এমনটাই মনে করছে রাজনৈতিকমহলের একাংশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *