দিঘার সমুদ্রে স্পিডবোট দুর্ঘটনা। গুরুতর আহত পর্যটক মহিলা। মহিলার উপর দিয়ে স্পিডবোট চলে যাওার অভিযোগ। বোটের পাখায় পর্যটকের দেহের বিভিন্ন অংশে কেটে গিয়েছে। আহত ওই মহিলার নাম ইয়াসমিনা খাতুন। তবে লাইফ জ্যাকেট থাকায় বড় বিপদ এড়ানো গিয়েছে। ঘটনার জেরে অন্যান্য পর্যটকদের মধ্যে ছড়িয়েছে চাঞ্চল্য।সারাবছরই কম বেশি পর্যটকে পরিপূর্ণ থাকে দিঘা। তেমনই এদিনও সমুদ্র সৈকতে প্রচুর পর্যটক দেখা যায়। তাদের কেউ কেউ স্পিডবোটেও চাপছিলেন। ঠিক তেমনই স্পডিবোটে চাপেন, ইয়াসমিনা খাতুন। অভিযোগ স্পিডবোট চালানোর সময় সচেতনতা মেনেচলা হয়নি। আর তাতেই বোট থেকে পড়ে যান ইয়াসমিনা। অভিযোগ, সেই সময় তাঁর উপর দিয়েই চলে যায় স্পিডবোট। তাতেই গুরুতর আহত হন তিনি। তড়িঘড়ি তাঁকে জল থেকে তুলে পাড়ে নিয়ে আসা হয়। এরপর একটি মোটরচালিত ভ্যানে করে ওই মহিলাকে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য।
এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে অন্যান্য যাত্রীদের মধ্যে। কারণ দিঘায় যাঁরা বেড়াতে যান তাঁদের মঝ্যে অনেকেই এই স্পিডবোটে বা অন্যান্য অ্যাডভেঞ্চার স্পোর্টসে অংশ নেন। তাই এণই ঘটনা ফের একবার পর্যটকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।
এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে অন্যান্য যাত্রীদের মধ্যে। কারণ দিঘায় যাঁরা বেড়াতে যান তাঁদের মঝ্যে অনেকেই এই স্পিডবোটে বা অন্যান্য অ্যাডভেঞ্চার স্পোর্টসে অংশ নেন। তাই এণই ঘটনা ফের একবার পর্যটকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।
বিস্তারিত আসছে…