রাজু বিস্তার বার্ষিক আয় কত জানেন?
নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা মোতাবেক ২০২২-২৩ সালে রাজু বিস্তা আয় করেছেন ৬ কোটি ৬০ লাখ ৮২ হাজার ১১০। সুকান্ত মজুমদারের হলফনামা বলছে, সংশ্লিষ্ট অর্থবর্ষে তাঁর আয় ছিল ৯ লাখ ৯৪ হাজার ৬২০। অর্থাৎ সুকান্তর থেকে প্রায় ৬৬ গুণ বেশি আয় করেন রাজু।
হলফনামা মোতাবেক ২০১৮-১৯ অর্থবর্ষে রাজু বিস্তা আয় করেছিলেন ৪ কোটি ৭২ লাখ ৭৫ হাজার ৩১০, ২০১৯-২০ অর্থবর্ষে তিনি আয় করেছিলেন ৪ কোটি ৫০ লাখ ৮৩ হাজার ৩০০, ২০২০-২১ অর্থবর্ষে তিনি আয় করেছিলেন ৫ কোটি ২৬ লাখ ৭৩ হাজার ০৯০, ২০২১-২২ অর্থবর্ষে তাঁর আয় ৫ কোটি ৮২ লাখ ৮২ হাজার ০৮০।
অন্যদিকে, তাঁর স্ত্রী অনিতা বিস্তার আয় ২০১৯-২০ অর্থবর্ষে ১৮ লাখ ৪৩ হাজার ৮১০, ২০২০-২১ অর্থবর্ষে ২৪ লাখ ৪৮ হাজার ২৪০, ২০২১-২২ অর্থবর্ষে ৩৪ লাখ ৮৫ হাজার ৫৬০, ২০২২-২৩ অর্থবর্ষে ৩৫ লাখ ৩০ হাজার ৯২০।
হাতে কত টাকা রয়েছে?
হলফনামা জমা দেওয়ার মুহূর্তে রাজু বিস্তার কাছে নগদ অর্থ ছিল ৭৩ হাজার ৪০৪ এবং তাঁর স্ত্রীর হাতে ছিল ১৩ হাজার ৩২৪। টাকা।
কতগুলি গাড়ি রয়েছে রাজু বিস্তার?
দার্জিলিঙের এই BJP প্রার্থীর আয় কোটি কোটি টাকা। স্বাভাবিকভাবেই তাঁর দামি গাড়ি থাকবে এমনটাই আশা করছিলেন অনেকেই। কিন্তু, রাজু বিস্তার নিজস্ব কোনও গাড়ি নেই।
কত টাকার অলংকার রয়েছে রাজু বিস্তার?
তাঁর নিজস্ব সোনার পরিমাণ ৬০৬.০৬ গ্রাম, যা বাজার মূল্য ২৪ লাখ ৫৬ হাজার ৫২৭ টাকা এবং তাঁর স্ত্রীর সোনার পরিমাণ ১৫০ গ্রাম, যার বাজারমূল্য ৪ লাখ ৪৯ হাজার ৪৫৩ টাকা।
রাজু বিস্তার অস্থাবর সম্পত্তির পরিমাণ
রাজু বিস্তার অস্থাবর সম্পত্তির পরিমাণ ২২ কোটি ৩৮ লাখ ৮৬ হাজার ৩৭০ টাকা। তাঁর স্থাবর সম্পত্তির পরিমাণ ১৬ কোটি ৪৭ লাখ ৬ হাজার ৬২৮ টাকা।