Puri Kolkata Bus Accident,পুরী থেকে কলকাতামুখী ভয়াবহ বাস দুর্ঘটনার পর তৎপর প্রশাসন, চালু হেল্পলাইন – administration has started helpline number after puri to kolkata bus accident


পুরী থেকে কলকাতামুখী বাসের দুর্ঘটনায় মৃতদের মধ্যে ৪ জন এই রাজ্যের পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। দুর্ঘটনায় এখনও পর্যন্ত মোট জনের মৃত্যু হয়েছে। আহত বেশ কয়েকজন। এই দুর্ঘটনায় ইতিমধ্যেই চালু করা হয়েছে হেল্পলাইন। যে নম্বর দেওয়া হয়েছে সেটি হল 03222 275894। জেলা বিপর্যয় মোকাবিলা বিভাগের আধিকারিকরা বিপর্যয় মোকাবিলা দলের সঙ্গে মিলে কন্ট্রোল রুম পরিচালনা করে। এছাড়া আরও একটি নম্বর দেওয়া হয়েছে। সেটি হল 7278744530।ইতিমধ্যেই জেলা পুলিশের তরফে জেলায় ৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। তাঁরা হলে, ভূপতিনগর থানার উরউুড়ি গ্রামের বাসিন্দা উত্তম মাইতি, এগরা থানার দুবদা এলাকার বাসিন্দা অচিন্ত্য মাইতি, চণ্ডীপুরের বাসিন্দা মলয় ঘোষ এবং নন্দীগ্রামের বাসিন্দা বর্ণালি দাস বেরা।

জানা গিয়েছে, ওডিশার জাজপুরের বারাবাটিতে দুর্ঘটনাগ্রস্ত বাসটি আসলে পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের দিকে আসছিল। চিকিৎসা সহ অন্যান্য প্রয়োজনে ওডিশায় যাওয়া যাত্রীরা এই বাসে করেই পূর্ব মেদিনীপুরে নিজেদের বাড়িতে ফিরছিলেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। মঙ্গলবার ভোরের দিকে বাসটির নন্দকুমারে পৌঁছনোর কথা ছিল। তবে ঠিক কোন কারনে এই দুর্ঘটনা তা এখনও পরিষ্কারভাবে জায়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নন্দকুমারের দিঘা বাসস্ট্যান্ড থেকে প্রতিদিনই বিপুল পরিমানে বাস ওডিশায় যায়। কটক, পুরী, ভুবনেশ্বরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্যই যাত্রীরা এই বাসগুলিতে যাতায়াত করেন। এই বাসটিও দীর্ঘদিন ধরে বাংলা ও ওডিশার মধ্যে যাতায়াত করে।

বিস্তারিত জানতে রিফ্রেশ করুন…



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *