Weather Forecast,উত্তরবঙ্গে আজ জোড়া সভা মোদীর, বৃষ্টি হবে? জানুন আবহাওয়ার খবর – today narendra modi rally at raiganj and balurghat and rain may occur in north bengal


গরমে কাহিল শহর কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গ। সকাল ৭-৮টা থেকেই রীতিমতো গরমে হাঁসফাঁস অবস্থা। এরই মাঝে ফের খারাপ খবর। এক বৃষ্টির দেখা নেই, তার উপরে আবার তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করল হাওয়া অফিস। এক্ষেত্রে দক্ষিণবঙ্গে আরও কয়েক ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। তবে উত্তর জেলাগুলিতে রয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বভাস। সেক্ষেত্রে বলা যেতে একদিকে যখন ভোটকে ঘিরে রাজ্যে রাজনৈতিক উত্তাপ ক্রমশই ঊর্ধ্বমুখী, ঠিক সেই সময়ে আবহাওয়ার ক্ষেত্রেও বেশিরভাগ দেলাতেই উষ্ণতা কমার আপাতত তেমন কোনও পূর্বাভাস নেই।

দক্ষিণবঙ্গের আহাওয়ার খবর

এক্ষেত্রে হাওয়া অফিস মনে করছে, পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিক থেকে শুষ্ক বায়ুপ্রভাবের কারণে দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। সেক্ষেত্রে আগামী ১৯ এপ্রিল শুক্রবার পর্যন্ত এই অস্বস্তি থাকতে পারে। আগামী চার থেকে পাঁচ দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দিনের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২-৪ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকতে পারে। পাশাপাশি উপকূলবর্তী এলাকায় আর্দ্রতার পরিমাণ থাকতে পারে ৮০ থেকে ৯০ শতাংশ। পাশাপাশি দক্ষিণের অন্যান্য জেলাগুলিতে আর্দ্রতা থাকতে পারে ৭০-৮০ শতাংশ।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আজ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকতে পারে। এরপর আগামী ২ দিন, অর্থাৎ বুধ ও বৃহস্পতিবার দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া ও দুই বর্ধমানেরর কিছু অংশে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। আর শুক্রবার পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান ও পূর্ব বর্ধমানে তৈরি হতে পারে তাপপ্রবাহের পরিস্থিতি।

কলকাতায় কেমন গরম?

এদিকে শহর কলকাতায় এদিন আকাশ আংশিক থাকতে পারে। তবে বৃষ্টির কোনওরকম পূর্বাভাস দিচ্ছে না আলিপুর আবহাওয়া দফতর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। আবার দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি।

উত্তরে বৃষ্টির পূর্বাভাস

তবে দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়া থাকলেও উত্তরে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিস বলছে, আগামী ২১ এপ্রিল পর্যন্ত উত্তরের আট জেলায় বিক্ষিপ্তভাবে হতে পারে বৃষ্টি। সেক্ষেত্রে আজ রায়গঞ্জ ও বালুরঘাটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা রয়েছে। পাশাপাশি আগামী শুক্রবার ভোট রয়েছে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে। সেক্ষেত্রে এখন দেখান প্রধানমন্ত্রীর সভা বা ভোটের দিন সেই সমস্ত জায়গায় আদতেই আবহাওয়া কেমন থাকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *