সুতপা সেন: একুশের বিধানসভা ভোটে গুলিকাণ্ডের জের। শীতলকুচির সেই বুথে এবার থাকছে না CISF! সিঙ্গল বুথ হওয়ায় হাফ সেকশন সেন্ট্রাল ফোর্স মোতায়েনের সিদ্ধান্ত নিল কমিশন। থাকবে SSB, ITBP, BSF, CRPF। সূত্রের খবর তেমনই।
৩ বছর পার। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে চতুর্থ দফায় ভোট হয়েছিল কোচবিহারের শীতলকুচিতে। কবে? ১০ এপ্রিল। কিন্তু ভোটের দিন জোড়পাটকির ১২৬ নম্বর বুথে ব্য়াপক গণ্ডগোল শুরু হয়। অভিযোগ, সেই গণ্ডগোল থামাতে গিয়ে গুলি চালায় CISF। মৃত্যু হয় ৪ জনের। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছিল রাজ্যে।
এদিকে তখন কোচবিহারের যিনি পুলিস সুপার ছিলেন, সেই প্রাক্তন আইপিএস দেবাশিষ যোগ দিয়েছেন বিজেপিতে। লোকসভা ভোট বীরভূম কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। সম্প্রতি দুবরাজপুরে প্রচারে গিয়ে দেবাশিষ বলেন, ‘আমার হাতে কোনও রক্ত নেই৷ সিআইডি ঘটনার তদন্ত করছে। আমি দোষী থাকলে কি এখানে থাকতে পারতাম’! সঙ্গে দাবি, ‘শীতলকুচি কাণ্ডে রাজ্যের একটি বড় মাথার বিরুদ্ধে এফআইআর আছে। সিবিআই তদন্ত হলে সেই রহস্য উন্মোচিত হবে’।
হাতের আর মাত্র ২ দিন। শুক্রবার প্রথম দফাতেই ভোট হবে কোচবিহারে। সঙ্গে আলিপুরদুয়ার, জলপাইগুড়িতেও। গতবার লোকসভা ভোটে কোচবিহারে জিতেছিলেন বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)