Malda Dakshin Lok Sabha,তৃণমূলের বায়রনের বাড়িতে কংগ্রেস প্রার্থী ঈশা, মালদা দক্ষিণে নয়া সমীকরণ? – malda dakshin lok sabha congress candidate isha khan choudhury has gone bayron biswas house


ভোট প্রচারে বেরিয়ে সটান সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাসের বাড়িতে পৌঁছে গেলেন দক্ষিণ মালদার কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। বাইরন বিশ্বাসের দাদা মিল্টন বিশ্বাসের সঙ্গে পুষ্পস্তবক ও কুশল বিনিময় করেন ঈশা। দু’জনে ছবিও তোলেন। সেই ছবি সামাজিক মাধ্যমে দ্রুত ভাইরাল হতেই রাজনৈতিকমহলে গুঞ্জন ছড়াতে শুরু করে।প্রসঙ্গত, মুর্শিদাবাদের ফরাক্কা ও সামশেরগঞ্জ বিধানসভা দু’টি মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের অর্ন্তভুক্ত। এই দুই বিধানসভায় মোট ৪ লাখ ৮৪ হাজার ৪৩৭ জন ভোটার রয়েছেন। মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রের ভাগ্য নির্ধারণের ক্ষেত্রে এই দুই বিধানসভার ভোটারদের বিশেষ ভূমিকা থাকে। বরাবর গনি খান চৌধুরীর পরিবারে উপরই সমর্থনের পাল্লা ভারি থেকেছে এই দুই কেন্দ্রে।

বুধবার সেই সামশেরগঞ্জেই নির্বাচনী প্রচারের জন্য পৌঁছন দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী। বুধবার সকালে সামসেরগঞ্জের ডাকবাংলা থেকে শুরু করে ব্লকের বিভিন্ন প্রান্তে রোড শো করেন তিনি। প্রচারের শুরুতেই এদিন সাগরদিঘি বিধানসভার দলত্যাগী কংগ্রেস বিধায়ক বায়রন বিশ্বাসের বাড়িতে যান ঈশা খান চৌধুরী। যদিও সেই সময় বাড়িতে ছিলেন না বাইরণ বিশ্বাস। বায়রনের ভাই মিল্টন বিশ্বাসের সঙ্গে ছবি তোলেন ইশা। ইতিমধ্যেই সেই ছবি ভাইরাল হয়েছে সোস্যাল মিডিয়ায়।

এদিনের কংগ্রেস প্রার্থীর রোড শো-তে কর্মী সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গিয়েছে। আগামী ৭ মে তৃতীয় দফায় নির্বাচনে ভোটগ্রহণ হবে দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রে। ভোটারদের হাত চিহ্নে ভোট দেওয়ার আহ্বান জানান দক্ষিণ মালদার কংগ্রেস প্রার্থী। এদিনের নির্বাচনী প্রচারে কংগ্রেসের সঙ্গে রোড শোয়ে শামিল হতে দেখা যায় সিপিএম-এর স্থানীয় নেতৃত্ব ও কর্মী সমর্থকদের। রোড শো করার পাশাপাশি বিড়ি শ্রমিক এবং বিভিন্ন বিড়ি কারখানাগুলিতে গিয়েও জনসংযোগ করেন কংগ্রেস প্রার্থী।

প্রসঙ্গত, সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে জিতেছিলেন বায়রন বিশ্বাস। সাগরদিঘিতে জয়ের ৩ মাসের মধ্যেই দলবদল করেন তিনি। তৃণমূলে যোগ দেন বায়রন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ঘাস তৃণমূলে যোগ দেন সাগরদিঘির কংগ্রেস বিধায়ক। এবার সেই বায়রনের বাড়িতেই গেলেন ঈশা খান চৌধুরী। এদিকে মালদা দক্ষিণ লোকসভা কেন্দ্রে এবারে ঈশা খান চৌধুরীকে টিকিট দিয়েছে কংগ্রেস। এতদিন ওই কেন্দ্রের সাংসদ ছিলেন ঈশার বাবা আবু হাসেম খান চৌধুরী। বায়রনের বাড়িতে ঈশার আগমনে খুব স্বাভাবিকভাবেই চর্চা শুরু হয়েছে রাজনৈতিকমহলে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *