রাস্তায় দাঁড়িয়ে থাকা একের পর এক গাড়িতে হঠাৎই আগুন, ভরদুপুরে চাঁদনি চকে হুলস্থুল – fire in several cars at chandni chowk kolkata


প্রচণ্ড গরমে কার্যত ফুটছে শহর কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। সকাল ৭টার আগে থেকেই আকাশে চাঁদিফাটা রোদ। আর এই গরমের মাঝেই শহরের বুকে আচমকা আগুন ধরে গেল একটি গাড়িতে। আর তা থেকে সংলগ্ন আরও একাধিক গাড়িতে ধরে যায় আগুন। ঘটনাটি ঘটেছে কলকাতার চাঁদনিচক এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকল। তবে হতাহতের কোনও খবর নেই বলেই জানা যাচ্ছে।জানা গিয়েছে দুপুর ১২টা ২৩ নাগাদ আচমকা জ্বলে ওঠে রাস্তার ধারে দাঁড় করান একটি গাড়ি। সেই সময় অবশ্য গাড়িতে কেউ ছিলেন বলে বলেই জানা গিয়েছে। তারপর সেই গাড়ি থেকে পাশাপাশি দাঁড়িয়ে থাকা অন্যান্য গাড়িতেও ছড়িয়ে পড়ে আগুন। খবর যায় দমকলে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৪ টি ইঞ্জিন। তবে ঘিঞ্জি এলাকা হওয়ার কারণে দমকল কর্মীদেরও এলাকায় পৌঁছতে বেশ খানিকটা বেগ পেতে হয়। দমকলের ৪টি ইঞ্জিনের চেষ্টায় ১২টা ৫০ মিনিট নাগাদ নিয়ন্ত্রণে আসে আগুন। তবে কোনও গাড়ির চালক বা সওয়ারির ক্ষতি হয়নি বলেই জানাচ্ছেন দমকল আধিকারিকেরা। কী থেকে আগুন, সেটা অবশ্য এখনও পর্যন্ত জানা যায়নি।

প্রসঙ্গত, কিছুদিন আগে দমদম পার্কের কাছে আরও একটি গাড়িতে আগুন ধরে যায়। মাঝ রাস্তাতেই হঠাৎই দাউদাউ করে জ্বলে ওঠে বিলাসবহুল ওই গাড়ি। দেখা মাত্রই ঘটনাস্থেল ছুটে যান কর্তব্যরত ট্র্যাফিক পুলিশ কর্মীরা। তড়িঘড়ি আগুন নেভানোর কাজ শুরু হয়। তাতেই এড়ানো যায় বড়সড় বিপদ। সেই অগ্নিকাণ্ডেও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

আরও জানতে রিফ্রেশ করুন….



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *