লোকসভা ভোটের আবহে বঙ্গে মুক্তি পেতে চলেছে মিমি চক্রবর্তী ও আবির চট্টোপাধ্যায়ের আলাপ সিনেমা। ইতিমধ্যেই ছবির ট্রেলার সহ বেশ কিছু গান মুক্তি পেয়েছে। এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে রয়েছেন অনুপম রায়। মিমি অবিরের জুটি দেখতে অপেক্ষায় ভক্তকুল। সেই আশা পূরণ করতে বড় পর্দায় আসছে আলাপ। সুরিন্দর ফিল্মস প্রযোজিত এই সিনেমা পরিচালনা করছেন প্রেমেন্দু বিকাশ চাকী (Alaap Movie Exclusive Interview)। প্রেমেন্দু বিকাশ চাকীর পরিচালনায় এক অন্য প্রেমের গল্প। এই ছবি মুক্তির আগেই জমাটি আড্ডায় হাজির আবির-মিমি। আসুন দেখে নিন এই এক্সক্লুসিভ ভিডিয়ো। দেশ থেকে বিদেশের নানা খবরের পাশাপাশি রাজনীতি, খেলা ও বিনোদন সংক্রান্ত যাবতীয় খবরে আপডেটেড থাকতে আপনাদের নজর থাকুক এই সময় ডিজিটালে। Watch The Entertainment Video.