উদয়নের ‘নজরবন্দি’ প্রচারে নির্বাচন কমিশনের পানি ছিঁড়েছে


এই সময়, কোচবিহার: তাঁকে কি ‘নজরবন্দি’ করা হয়েছে? করা হলে কে করেছে? দিনহাটার তৃণমূল বিধায়ক তথা উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহকে ঘিরে দিনভর এমন বিবৃতি ও পাল্টা বিবৃতির লড়াইয়ে রাজনৈতিক উত্তাপ চড়ল কোচবিহারে। আজ, শুক্রবার লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট রয়েছে কোচবিহারেও। তার আগে বিজেপির তরফে দাবি করা হয়, নির্বাচন কমিশন নাকি উদয়নকে নিজের বুথ এলাকার বাইরে বেরতে নিষেধ করেছে। তা নিয়ে রাজনৈতিক বাগযুদ্ধ শুরু হয় উদয়ন ও কোচবিহারের বিজেপি প্রার্থী তথা কেন্দ্রের বিদায়ী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের মধ্যে।ঘটনাচক্রে ভোটের বেশ কিছুদিন আগে থেকেই দু’জনের অনুগামীদের মধ্যে সংঘর্ষে একাধিকবার উত্তপ্ত হয়েছে উত্তরবঙ্গের এই জেলার রাজনীতি। যদিও বৃহস্পতিবার সন্ধেয় কমিশন জানিয়ে দেয়, এরকম কোনও ‘নজরবন্দি’ করা বা নিজের বুথে সীমাবদ্ধ থাকার আলাদা কোনও নির্দেশ দেওয়া হয়নি উদয়ন গুহর জন্য। যদিও এদিন সকালে ‘নজরবন্দি’ বিতর্কে কোচবিহারে বিজেপি পার্টি অফিসে নিশীথ বলেন, ‘উদয়ন গুহ যদি নিজের বুথে সীমাবদ্ধ থাকেন, তাহলে নির্বাচনে সন্ত্রাস অনেক কম হবে। ওঁর মতো নেতাকে দিনহাটা বিধানসভা জুড়ে ছাড় দেওয়া মানে সকলেই জানেন কী হতে পারে। উদয়ন গুহের সন্ত্রাসের বিরুদ্ধে যাতে সাধারণ মানুষ জবাব দিতে পারেন, সেই জন্য নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছিলাম।’

পাল্টা দিনহাটার বাবুপাড়ায় নিজের বাড়িতে বসে উদয়ন বলেন, ‘দলের রাজ্য কমিটিকে গোটা বিষয়টা জানিয়েছি। আমি বুথে বন্দি থাকলে যদি নির্বাচন শান্তিতে হয়, হোক। কিন্তু স্বচ্ছ ভাবে নির্বাচন পরিচালনার দায়িত্ব নিতে হবে কমিশনকেই।’ তাঁর সংযোজন, ‘আমাকে বন্দি করে রাখার মানে আমি যাতে বিজেপির উপরে নজরদারি চালাতে না পারি, সেটাই কৌশল। আগে রাজ্য ও কেন্দ্রের পুলিশ দিয়ে নিশীথ প্রামাণিকের বাড়ি তল্লাশি করে দেখাক নির্বাচন কমিশন।’

দিনভর এনিয়ে বিতর্কের পরে সন্ধেয় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব জানান, উদয়ন গুহর উপর আলাদা করে কোনও নিষেধাজ্ঞা জারি হয়নি। কোনও অতিরিক্ত নিষেধাজ্ঞা নেই তাঁর বিরুদ্ধে। সকলের জন্য যা নিয়ম প্রযোজ্য, উদয়নের ক্ষেত্রেও তাই-ই। কমিশনের বক্তব্যের অর্থ, ভোটের দিন আর সকলের মতো নিজের বিধানসভা এলাকার বাইরে বেরতে পারবেন না দিনহাটার তৃণমূল বিধায়ক। রাতে উদয়ন বলেন, ‘এখনও কমিশনের কোনও চিঠি পাইনি। আমি আমার মতো সকাল সাড়ে আটটায় বেরবো।’

Udayan Guha: উদয়ন গুহকে নিজের বুথে আটকে রাখার আর্জি বিজেপির

কয়েক দিন আগে নির্বাচন কমিশনের কাছে উদয়নের সম্পর্কে অভিযোগ জানিয়েছিলেন নিশীথ প্রামাণিক। তাঁর দাবি ছিল, উদয়ন গুহর নেতৃত্বে বারবার কোচবিহারে বিজেপি কর্মীদের উপর হামলা হয়েছে। ভোটের দিনও একইরকমভাবে সন্ত্রাস হতে পারে। অবশ্য এদিন নিশীথের বিরুদ্ধে পাল্টা অভিযোগ জানিয়েছে তৃণমূল। নির্বাচন কমিশনে জোড়াফুলের তরফে লিখিতভাবে অভিযোগ করা হয়েছে, নিশীথ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ক্ষমতা ব্যবহার করে কোচবিহারে যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, তাদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন।

পাশাপাশি তিনি তাঁর বাড়িতে বেআইনিভাবে দুষ্কৃতী ও অস্ত্র মজুত করে সন্ত্রাস তৈরির চেষ্টা করতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সেইমতো কমিশন যাতে পদক্ষেপ করে, তারও আর্জি জানানো হয়েছে কমিশনের কাছে। যদিও এনিয়ে নিশীথ আর কোনও মন্তব্য করেননি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *