উদয়ন গুহ,নেত্রীর নির্দেশ পালন, তপ্ত কোচবিহারে দিনভর ‘কুল’ রইলেন উদয়ন? – udayan guha was seen calm all over the day at coochbehar lok sabha election day


কোচবিহারের ভোট মানেই উদয়ন-নিশীথ দ্বৈরথ। এই চিত্রই গত কয়েক বছর ধরে প্রত্যক্ষ করে আসছে রাজ্যবাসী। শুক্রবার প্রথম দফায়, নিশীথ প্রামাণিককে সেইভাবে ছুটে বেড়াতে দেখা না গেলেও, নানা ঘটনায় দিনভর এই কেন্দ্রের শিরোনামে ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ।অনেকেই বলছেন, সবাইকে ভেটাগুড়িতে ব্যস্ত রেখে গোটা লোকসভায় ভোট করালেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। দিনের একটা বড় সময় ভেটাগুড়িতে ছিলেন তিনি। কখনও আক্রান্ত কর্মীর পাশে দাঁড়ালেন। আবার কখনও মহিলা কর্মীদের দ্বারা ঘেরাও হলেন। তবে মেজাজ হারাতে দেখা যায়নি কখনও। উল্লেখ্য, এই কেন্দ্রে ভোট প্রচারে গিয়ে স্বয়ং তৃণমূল নেত্রী তাঁকে নির্দেশ দিয়েছিলেন, ‘বি কুল’। মাথা ঠাণ্ডা রাখার পরমার্শ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। নেত্রীর নির্দেশ প্রায় অক্ষরে অক্ষরে পালন করলেন তিনি।

তবে দিনের শেষে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ জানান, অনেকদিন পর সুষ্ঠুভাবে কোনও অশান্তি ছাড়াই। ভালো ভোট হয়েছে। আশা করি ফল ভালো হবে। শুক্রবার লোকসভা নির্বাচনের দিন ভেটাগুড়িতে থাকবেন আগেই ঘোষণা করেছিলেন উদয়ন গুহ। কাজেই পুলিশ প্রশাসন থেকে কমিশন এমনকি সংবাদ মাধ্যম সবাই হাজির ছিল ভেটাগুড়িতে।

এরই মধ্যে এদিন সকালে খবর পান বিজেপির হামলায় আহত হয়েছেন তৃনমূলের দিনহাটা -১ বি ব্লক সভাপতি অনন্ত বর্মন। তাঁকে দেখতে ছুটে যান দিনহাটা মহকুমা হাসপাতালে। তাঁকে দেখে সোজা চলে যান দিনহাটা থানায়। সেখানে গিয়ে তৃণমূল নেতার ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবি জানান। এরপর দিনহাটা উচ্চ বিদ্যালয়ে নিজের ভোটকেন্দ্রে ভোট দেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের গড় ভেটাগুড়িতে।

ভোটারের চোখ ফাটানো থেকে উদয়নের তাড়া খাওয়া! একনজরে বাংলার ৩ কেন্দ্রের ভোটনামচা
কয়েক ঘণ্টা ধরে ভেটাগুড়ির বিভিন্ন গ্রাম ঘুরে বেড়ান। এরই মধ্যে বিকেলে ভেটাগুড়ি উত্তরপাড়ায় গেলে তাঁকে ঘেরাও করে বিক্ষোভ দেখান মহিলারা। মহিলাদের অভিযোগ ছিল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর নির্দেশে পুলিশ তাদের এক পঞ্চায়েত সদস্যর স্বামীকে গ্রেফতার করেছে। যদিও উদয়ন গুহের দাবি, এটা বিজেপির সাজানো নাটক। পরে পুলিশ এলে তিনি এলাকা ছাড়েন। এরপর বিকেল ৫ টা বাজতেই তিনি ভেটাগুড়ি ছেড়ে বাড়ি রওনা দেন। তবে,গোটা দিন তাঁকেই কোথাও মেজাজ হারাতে দেখা যায়নি। দলের কর্মীদের সঙ্গে নিয়ে খোশ মেজাজেই দেখা গিয়েছে মন্ত্রীকে। দিনের শেষে ভেটাগুড়ি উত্তরপাড়ায় মহিলাদের বিক্ষোভ দেখানোর বিষয়টি বাদ দিলে সারাদিন ‘কুল’ দেখা যায় উদয়ন গুহকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *