তবে দিনের শেষে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ জানান, অনেকদিন পর সুষ্ঠুভাবে কোনও অশান্তি ছাড়াই। ভালো ভোট হয়েছে। আশা করি ফল ভালো হবে। শুক্রবার লোকসভা নির্বাচনের দিন ভেটাগুড়িতে থাকবেন আগেই ঘোষণা করেছিলেন উদয়ন গুহ। কাজেই পুলিশ প্রশাসন থেকে কমিশন এমনকি সংবাদ মাধ্যম সবাই হাজির ছিল ভেটাগুড়িতে।
এরই মধ্যে এদিন সকালে খবর পান বিজেপির হামলায় আহত হয়েছেন তৃনমূলের দিনহাটা -১ বি ব্লক সভাপতি অনন্ত বর্মন। তাঁকে দেখতে ছুটে যান দিনহাটা মহকুমা হাসপাতালে। তাঁকে দেখে সোজা চলে যান দিনহাটা থানায়। সেখানে গিয়ে তৃণমূল নেতার ওপর হামলার ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতার দাবি জানান। এরপর দিনহাটা উচ্চ বিদ্যালয়ে নিজের ভোটকেন্দ্রে ভোট দেন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের গড় ভেটাগুড়িতে।
কয়েক ঘণ্টা ধরে ভেটাগুড়ির বিভিন্ন গ্রাম ঘুরে বেড়ান। এরই মধ্যে বিকেলে ভেটাগুড়ি উত্তরপাড়ায় গেলে তাঁকে ঘেরাও করে বিক্ষোভ দেখান মহিলারা। মহিলাদের অভিযোগ ছিল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর নির্দেশে পুলিশ তাদের এক পঞ্চায়েত সদস্যর স্বামীকে গ্রেফতার করেছে। যদিও উদয়ন গুহের দাবি, এটা বিজেপির সাজানো নাটক। পরে পুলিশ এলে তিনি এলাকা ছাড়েন। এরপর বিকেল ৫ টা বাজতেই তিনি ভেটাগুড়ি ছেড়ে বাড়ি রওনা দেন। তবে,গোটা দিন তাঁকেই কোথাও মেজাজ হারাতে দেখা যায়নি। দলের কর্মীদের সঙ্গে নিয়ে খোশ মেজাজেই দেখা গিয়েছে মন্ত্রীকে। দিনের শেষে ভেটাগুড়ি উত্তরপাড়ায় মহিলাদের বিক্ষোভ দেখানোর বিষয়টি বাদ দিলে সারাদিন ‘কুল’ দেখা যায় উদয়ন গুহকে।