- আজ সবথেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে কোচবিহারে।
কোচবিহার কেন্দ্রটি সাতটি বিধানসভা নিয়ে তৈরি। সেখানে মোট ভোটারের সংখ্যা ১৯ লাখ ৬৬ হাজার ৮৯৩। এর মধ্যে মহিলা ভোটার রয়েছে ৯ লাখ এবং পুরুষ ভোটারের সংখ্যা ১০ লাখ। ৩৩ জন তৃতীয় লিঙ্গের ভোটারও রয়েছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে সেখানে BJP-র প্রার্থী হয়েছেন নিশীথ প্রামাণিক। তৃণমূলের প্রার্থী জগদীশ চন্দ্র বর্মা বাসুনিয়া এবং ফরওয়ার্ড ব্লকের প্রার্থী নীতীশ চন্দ্র রায়।
২০১৯ সালের পরিসংখ্যান মোতাবেক জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে ভোটার রয়েছে ১৩ লাখ ৫১ হাজার। এই লোকসভা নির্বাচনে সেখানে BJP-র প্রার্থী হয়েছেন ড. জয়ন্ত রায়। তৃণমূলের প্রার্থী হয়েছেন নির্মল চন্দ্র রায় এবং বামেদের প্রার্থী হয়েছেন দেবরাজ বর্মন। এছাড়াও দুই জন নির্দল সেখান থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৭ লাখ ৭২ হাজার ৮৭৭। সেখানে BJP-র প্রার্থী মনোজ টিগ্গা, তৃণমূলের প্রার্থী প্রকাশ চিকবরাইক এবং আরএসপির প্রার্থী মিলি ওঁরাও। এই কেন্দ্রগুলিতে যাতে কোনও অশান্তির ঘটনা না ঘটে সেই কারণে সুরক্ষা ব্যবস্থা ব্যপক আঁটসাঁট করা হয়েছে। পর্যাপ্ত পরিমাণ কেন্দ্রীয় বাহিনী সেখানে মোতায়েন করা হয়েছে।
এইবারের লোকসভা নির্বাচনে দেশে ভোট দিতে চলেছেন ৯৬ কোটি ৮ লাখ ভোটার। প্রবীণ ভোটারদের ভোটদানের জন্য করা হয়েছে বিশেষ ব্যবস্থা। ৮৫ ঊর্ধ্বরা বাড়ি থেকেই দিতে পারছেন ভোট। তাঁদের বুথে যাওয়ার আলাদা করে প্রয়োজন নেই। পাশাপাশি গরমের বিষয়টি বিবেচনা করে জল, শৌচালয়ের মতো পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি জেলায় থাকছে নির্বাচন কমিশনের কন্ট্রোল রুম। অভিযোগ পেলেই নেওয়া হবে কড়া ব্যবস্থা।