ভোট শুরুর আগেই ঘটে গেল মৃত্যু। প্রথম দফার নির্বাচন শুরু আগেই মৃত্যু হল কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের। ঘটনাস্থল কোচবিহারের মাথাভাঙা। মৃত জওয়ানের নাম নীলেশ কুমার নীলু। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। হৃদরোগে আক্রান্ত হয়েই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।জানা গিয়েছ, কোচবিহারের মাথাভাঙার বেলতলা এলাকায় একটি স্কুলে ভোটের ডিউটিতে ছিলেন নীলেশ কুমার নীলু। ভোটের ডিউটিতে যোগ দেওয়ার জন্য বিহার থেকে এসেছিলেন তিনি। তবে গভীর রাতে তাঁর সহকর্মীরা অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁকে। তড়িঘড়ি মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা।
বিস্তারিত আসছে…