লাঠি বা ত্রিশূল হাতে আগেই দেখা গিয়েছে তাঁকে, এবার ডমরু (ডুগডুগি) হাতে দেখা গেল বর্ধমান – দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে। সাফ জানালেন, হনুমানজির গদা, শিবজির ত্রিশূল আর ডমরু ভারতীয় সংস্কৃতি, এসব দেখলে ওরা ভয় পেয়ে যায়। এটা ওদের (প্রতিপক্ষের) কাছে সমস্যা। এককথায় বলতে গেলে, তিনি যে সনাতনী সংস্কৃতির উপর দাঁড়িয়েই ভোটের লড়াই লড়বেন তা ফের একবার স্পষ্ট করে দিলেন দিলীপ ঘোষশুক্রবার বিজেপির এক মণ্ডল সভাপতির বাড়িতে জন্মদিনের কেক কাটেন দিলীপ ঘোষ। সেখানেই উপহার হিসাবে পান ডমরু। পরে কীর্তি আজাদকে নিয়ে এক প্রশ্নের উত্তরে দিলীপ বলেন, ‘আমি নাচি না, নাচাই। যে ডুগডুগি বাজায় সে নাচে না, নাচায়। ওরা নাচছে, আমি নাচাচ্ছি, এটাই পার্থক্য।’
অন্যদিকে ভোট প্রসঙ্গে দিলীপ বলেন, ‘ভোটের আগে কোথাও বোমা পাওয়া যাচ্ছে, কোথাও বন্দুক পাওয়া যাচ্ছে, এগুলো পুরনো অভ্যাস। তবে আমার মনে হচ্ছে এবারে পশ্চিমবাংলায় ভোট শান্তিপূর্ণ হবে। যেমন রামনবমীর মিছিল শান্তিপূর্ণ হয়েছে। তৃণমূলের অভ্যাস ঝামেলা করে গণ্ডগোল করে ভয় দেখানোর চেষ্টা করা। কিন্তু মানুষ বুঝে গিয়েছে।’ একইসঙ্গে কোচবিহারে ভোটের অশান্তি নিয়ে দিলীপ বলেন, ‘কোচবিহারে নতুন কিছু নয়। বাংলাদেশ থেকে গুণ্ডাদের নিয়ে এসে উৎপাত করা হয়। এটা করেই ওরা জেতে। তারপরও শীতলকুচি আমরা জিতেছি বিধানসভায়। সব জায়গায় আমরা লিড পাব, জিতব।’
অন্যদিকে ভোট প্রসঙ্গে দিলীপ বলেন, ‘ভোটের আগে কোথাও বোমা পাওয়া যাচ্ছে, কোথাও বন্দুক পাওয়া যাচ্ছে, এগুলো পুরনো অভ্যাস। তবে আমার মনে হচ্ছে এবারে পশ্চিমবাংলায় ভোট শান্তিপূর্ণ হবে। যেমন রামনবমীর মিছিল শান্তিপূর্ণ হয়েছে। তৃণমূলের অভ্যাস ঝামেলা করে গণ্ডগোল করে ভয় দেখানোর চেষ্টা করা। কিন্তু মানুষ বুঝে গিয়েছে।’ একইসঙ্গে কোচবিহারে ভোটের অশান্তি নিয়ে দিলীপ বলেন, ‘কোচবিহারে নতুন কিছু নয়। বাংলাদেশ থেকে গুণ্ডাদের নিয়ে এসে উৎপাত করা হয়। এটা করেই ওরা জেতে। তারপরও শীতলকুচি আমরা জিতেছি বিধানসভায়। সব জায়গায় আমরা লিড পাব, জিতব।’
এর আগে ত্রিশূল-লাঠি নিয়েও দেখা গিয়েছে দিলীপকে
প্রসঙ্গত, কিছুদিন আগেই ত্রিশূল হাতে দেখা যায় দিলীপ ঘোষকে। সেই সময় ত্রিশূল নিয়ে দিলীপকে প্রশ্ন করা হলে তিনি জানান, অশুভ শক্তি বিনাশের জন্যেই এই ত্রিশূল। তিনি বলেন, ‘বাবার কাছ থেকেই ত্রিশূল লাভ হল, যখনই পাপ এবং অশুভ শক্তির প্রভাব বেড়েছে তখনই বাবা হাতে ত্রিশূল তুলে নিয়েছেন, তাণ্ডব নৃত্য করেছেন, আমার কুলদেবতা মহাদেব।’ তার আগে দুর্গাপুরে হাতে স্টিক নিয়েও মর্নিং ওয়াক করতেও দেখা যায় দিলীপ। যদিও সেই ক্ষেত্রে দিলীপর ঘোষের সাফাই ছিল, ঘনিষ্ঠজনের পরামর্শেই ওই লাঠি নিয়ে তাঁর প্রাতঃভ্রমণ। বর্ধমানেও এমন কোনও পরামর্শ রয়েছে কি না, সেটিও জানতে চাওয়া হয় দিলীপের কাছে। সেই সময় দিলীপ জানিয়েছিলেন, তাঁর মনে হয় না বর্ধমানে উৎপাতের লোক আছে, আর থাকলেও তাঁদের ঠান্ডা করার অন্য রাস্তাও তাঁর আছে।