মিমি চক্রবর্তী কি প্রেম করছেন নাকি এখনও সিঙ্গল? তিনি সিঙ্গল কনফার্ম তো করলেনই একই সঙ্গে ফাঁস করলেন কেন এখনও কেউ তাঁর মনে এনট্রি নিতে পারেননি। কোন শর্তে কোনও ব্যক্তি এখনও পাশ করতে পারেননি। আসলে প্রেম বলতে মিমি কী বোঝেন? এটাই আপনারা জানতে চান তো? আপনাদের সেই কৌতূহল মেটালেন মিমি চক্রবর্তী। আর আবিরের অনস্ক্রিনে একের পর এক ব্যার্থ প্রেম বা হাফ প্রেমের কেসটা কী? তা নিয়েও চলল আড্ডা। একদিকে তাপমাত্রার পারদ সমানে চড়ছে, কিন্তু আবির মিমির এমন ফুরফুরে মুড দেখলে মন বলবে গ্রীষ্ম কই? এ তো ঘোর বসন্ত! মিমি চক্রবর্তী ও আবির চট্টোপাধ্যায় অভিনীত, প্রেমেন্দু বিকাশ চাকী পরিচালিত আলাপ খুব শীঘ্রই আসতে চলেছে সিলভার স্ক্রিনে। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির ট্রেলার। আপনি দেখেছেন? কেমন লাগল? জানান আমাদের।