অভিষেক বন্দ্যোপাধ্যায়,তিনটি কেন্দ্রেই ‘সার্জিক্যাল স্ট্রাইক’, প্রথম দফার ফল তৃণমূলের পক্ষে, দাবি অভিষেকের – abhishek banerjee said tmc will win three seats of lok sabha election first phase


সবেমাত্র তিনটি আসনে লোকসভা নির্বাচন সংগঠিত হয়েছে শুক্রবার। কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে গতবার জিতেছিলেন বিজেপি প্রার্থীরা। এবার তিনটে আসনের তিনটেই জিতবে তৃণমূল কংগ্রেস। শনিবার, রায়গঞ্জের নির্বাচনী প্রচার সভা থেকে দাবি করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।শনিবার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে প্রচারে গিয়েছিলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানেই অভিষেক বলেন, ‘আমি আপনাদের বলছি, কাল উত্তরবঙ্গের তিনটি আসনে নির্বাচন ছিল। আপনারা দেখেছেন… বাংলা বিরোধীদের ঘরে কাল আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির মা, বোন, ভাইরা সার্জিক্যাল স্ট্রাইক করেছে। ২৬ তারিখ আপনাদের সময়, যে যে ভাষায় শিখবে, তাঁকে সেই ভাষায় শিক্ষা দিন।’

অভিষেকের কথায়, গতকাল যে নির্বাচন হয়েছে, সেখানে তিনটি আসনেই তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জিততে চলছে। অভিষেক বলেন, ‘একবারই সুযোগ মিলছে, জানি না, শেষে এঁরা ( বিজেপি) নির্বাচনে জিতে গেলে এঁরা আর ভোট করতে দেবে কিনা। আপনার অধিকার বোঝার জন্য ২৬ তারিখ সুযোগ মিলবে।’

Abhishek Banerjee : ‘বিজেপির কপ্টারে হয় না!’ তল্লাশিকাণ্ডে আইনি পথে অভিষেক

রায়গঞ্জ এবার বিজেপি থেকে আসা কৃষ্ণ কল্যাণীকে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। কেন কৃষ্ণ কল্যাণীকে এখান থেকে প্রার্থী করা হল? সেই বিষয়েও এদিনের সভা থেকে জবাব দেন অভিষেক। অভিষেক বলেন, ‘আমরা কৃষ্ণ কল্যাণীকে প্রার্থী করেছি, কারণ ইনি বিজেপি থেকে এসেছিলেন, তারপরেই এঁর বাড়িতে আইটি তল্লাশি হয়। দুদিন ধরে তল্লাশি চলেছে। তারপরেও তিনি মাথা নিচু করেননি। উনি লড়াই চালিয়ে গিয়েছেন। যিনি মাথা উঁচু করে লড়াই চালিয়েছেন, তাঁকেই নির্বাচিত করা উচিত।’

Abhishek Banerjee : দলীয় নেতাদের কড়া তিরষ্কার অভিষেকের
রায়গঞ্জ কেন্দ্র একটা সময় কংগ্রেসের অধীনে ছিল। এর আগে সিপিএম নেতা মহম্মদ সেলিম এই কেন্দ্রে জিতেছিলেন। গতবার এই কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী জিতে যেতে পারতেন, কংগ্রেস এবং সিপিএম মানুষকে ভুল বুঝিয়ে এক লাখ ভোট কেটেছিলেন বলে তৃণমূল প্রার্থীকে হারতে হয়েছিল বলে দাবি করলেন অভিষেক। গতবারের বিজেপি সাংসদ দেবশ্রী চৌধুরীকে কটাক্ষ করে অভিষেক বলেন, ‘গত পাঁচ বছরে রায়গঞ্জের মানুষ তো দূরের কথা, এখানকার বিজেপি নেতারা তাঁর মুখ দেখতে পাননি। তিনি এবার দক্ষিণ কলকাতায় প্রার্থী হয়েছেন। এর জবাব দক্ষিণ কলকাতার মানুষ দেবেন।’ এদিনের সভা থেকে কেন্দ্রীয় আর্থিক বঞ্চনা নিয়েও সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
অভিষেক দর্শকদের উদ্দেশে জানান, গত পাঁচ বছরের ‘গদ্দারি’র জবাব দিন আপনারা। নবজোয়ারের পর আপনারা যাঁদের বলেছিলেন, তাঁদের পঞ্চায়েত ভোটে দাঁড় করিয়েছিলাম আমরা। সেই প্রার্থীরাই জিতেছেন। এ বার তিন লাখ ভোটে কৃষ্ণ কল্যাণীকে জেতাতে হবে, টার্গেট বেঁধে দেন অভিষেক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *