স্বয়ং বঙ্গ BJP-র কাপ্তানের কেন্দ্র। দ্বিতীয় দফায় ‘পরীক্ষা’। ‘প্রেস্টিজ ফাইট’ করবেন সুকান্ত, অন্যদিকে ‘খেলা ঘোরানোর মরীয়া লড়াই’ করবেন তৃণমূলের বিপ্লব মিত্র।২০১৪ সালেও বালুরঘাট লোকসভা কেন্দ্র ছিল বামেদের দখলে। সংশ্লিষ্ট বছর তৃতীয় স্থানে ছিল বিজেপি। কিন্তু, ২০১৯ সালে এই কেন্দ্র থেকে প্রথমবার নির্বাচনে লড়েন ড. সুকান্ত মজুমদার। প্রথমবারেই কেল্লাফতে করেন তিনি। তাঁকে সাংসদ হিসেবে নির্বাচিত করেন মানুষ। তখনও তিনি রাজ্য BJP সভাপতি পদের দায়িত্ব পাননি। এরপর বাংলায় গেরুয়া শিবিরের কাপ্তানি পেয়ে তাঁর জনপ্রিয়তা এবং রাজনৈতিক ভার বেড়েছে। এবার এই কেন্দ্র থেকে দ্বিতীয়বার BJP-র প্রার্থী সুকান্ত।
অন্যদিকে, ক্যাপ্টেনকে যে কোনও উপায়ে ধরাশায়ী করতে চায়ছে তৃণমূল। ২০১৪ সাল পর্যন্ত এই কেন্দ্রে CPIM ক্ষমতা ধরে দেখেছিলেন। কিন্তু, দশ বছরেই সংশ্লিষ্ট কেন্দ্রে বামেদের সংগঠনের সেই ধার ভার নেই বলেই দাবি স্থানীয়দের একাংশের। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বালুরঘাট কেন্দ্রে গেরুয়া ঝড় উঠলেও একুশের লোকসভা নির্বাচনে সেখানে কিছু বিধানসভা কেন্দ্রে থাবা বসায় তৃণমূল।
অন্যদিকে, ক্যাপ্টেনকে যে কোনও উপায়ে ধরাশায়ী করতে চায়ছে তৃণমূল। ২০১৪ সাল পর্যন্ত এই কেন্দ্রে CPIM ক্ষমতা ধরে দেখেছিলেন। কিন্তু, দশ বছরেই সংশ্লিষ্ট কেন্দ্রে বামেদের সংগঠনের সেই ধার ভার নেই বলেই দাবি স্থানীয়দের একাংশের। ২০১৯ সালে লোকসভা নির্বাচনে বালুরঘাট কেন্দ্রে গেরুয়া ঝড় উঠলেও একুশের লোকসভা নির্বাচনে সেখানে কিছু বিধানসভা কেন্দ্রে থাবা বসায় তৃণমূল।
একনজরে বালুরঘাটের অন্তর্গত বিধানসভাগুলির হাল হকিকত
- একুশের বিধানসভা নির্বাচনে বালুরঘাট বিধানসভা কেন্দ্রে ৭২ হাজার ১২৯ ভোট পেয়ে জয়ী হন BJP-র অশোক লাহিড়ি।
- হরিরামপুর বিধানসভা কেন্দ্রে ৯৬ হাজার ১৩১ ভোট পেয়ে জয়ী হন তৃণমূলের বিপ্লব মিত্র।
- কুমারগঞ্জ বিধানসভা থেকে ৮৯ হাজার ৭৬৩ ভোটে জয়ী হন তোরাফ হোসেন মণ্ডল।
- গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্র থেকে ৮৭ হাজার ৫৬১ ভোট পেয়ে জয়ী হন BJP-র সতেন্দ্রনাথ রায়।
- তপন থেকে জয়ী হন বিজেপির বুধরাই টুডু।
- কুশমণ্ডি থেকে জয়ী হয়েছিলেন তৃণমূলের রেখা রায়।
- ইটাহার থেকে জয়ী হয়েছিলেন তৃণমূলের মোসারফ হোসেন।
লোকসভা নির্বাচনে বালুরঘাট কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী করেছে হরিরামপুরের বিধায়ক বিপ্লব মিত্রকে।
২০১৯ সালে BJP প্রার্থী ড. সুকান্ত মজুমদার পেয়েছিলেন ৫ লাখ ৩৯ হাজার ৩১৭ ভোট। তাঁর মূল প্রতিদ্বন্দ্বী ছিলেন তৃণমূলের প্রার্থী অর্পিতা ঘোষ। তিনি পেয়েছিলেন ৫ লাখ ৬ হাজার ০২৪ ভোট। পরিসংখ্যান মোতাবেক মোট ভোটের প্রায় ৪৫.০২ শতাংশ পেয়েছিলেন সুকান্ত মজুমদার এবং তৃণমূলের অর্পিতা ঘোষ পান ৪২.২৪ শতাংশ ভোট। এর আগে লোকসভা নির্বাচনে জয়ী হয় তৃণমূল।
দ্বিতীয় দফায় অর্থাৎ আগামী ২৬ এপ্রিল বালুরঘাট কেন্দ্রে ভোট। এই কেন্দ্রে শেষ হাসি কে হাসেন? এখন সেই দিকেই সব নজর।