BJP West Bengal : ‘ওঁরা বাংলা বিরোধী’, প্রাক্তন প্রার্থীর যোগদান তৃণমূলে! বর্ধমানে ভাঙন বিজেপিতে – bjp leader from bardhaman purba lok sabha joined trinamool congress


ফের ভাঙন গেরুয়া শিবিরে। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের প্রাক্তন প্রার্থী নাম লেখালেন ঘাস ফুল শিবিরে। ভোটের মুখে শিবির বদলের কারণে চাপ বাড়বে বিজেপির বলে দাবি করছে তৃণমূল নেতৃত্ব। বিজেপি নেতাদের বাঙালি এবং বাংলা বিরোধী মনোভাবের কারণেই তিনি দলত্যাগ করলেন বলে জানালেন সন্তোষ রায়।বর্ধমান পূর্ব কেন্দ্রের প্রার্থী অসীম সরকারের চিঠিতে হল না কোনও কাজ। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন রাজ্য বিজেপির কার্যনির্বাহী কমিটির সদস্য সন্তোষ রায়। শনিবার পূর্ববর্ধমান জেলা তৃনমূল কংগ্রেস কার্যালয়ে জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় ও রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের উপস্থিতিতে সন্তোষ সরকারের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন।

সন্তোষ সরকার ২০১৪ সালে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতাও করেছেন। আর এখন ওই কেন্দ্রেই প্রতিদ্বন্দ্বিতা করছেন বিশিষ্ট কবিয়াল তথা হরিণঘাটার বিধায়ক অসীম সরকার। কদিন আগেই অসীম সরকার দলের কর্মীদের একত্রিত হওয়া বা অভিমানে দল থেকে দূরে সরে রয়েছে তাদের উদ্দেশ্যে একটি চিঠি লেখেন, আর সেই চিঠি ভাইরাল হয়।

Dilip Ghosh Birthday : ডমরু বাজিয়ে কেক কাটলেন দিলীপ ঘোষ!

এরপরই রাজ্য বিজেপির কার্যনির্বাহী কমিটির সদস্য সন্তোষ রায়ের তৃণমূলে যোগ দেওয়া নিয়ে উঠেছে বিভিন্ন প্রশ্ন। সন্তোষ সরকার জানান, বাংলা ও বাঙালি বিরোধী বিজেপি নেতাদের জমিদারী মনোভাবে বীতশ্রদ্ধ হয়ে এবং বাংলা ও বাঙালীদের রক্ষায় মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর যে ধারাবাহিক লড়াই তাকে কুর্ণিশ জানিয়ে তৃনমূলে যোগদান করলাম। তিনি বলেন, ‘আগামীদিনে বাংলার স্বার্থ রক্ষার কাজ করবো তৃণমূলের হাত ধরে।’

বঙ্গ বিজেপির বিরুদ্ধে বিষোদগার করে তিনি আরও বলেন, ‘পশ্চিমবঙ্গ বিজেপিতে এনআরসি চালু করা দরকার।’ তাঁর কথায়, সব অনুপ্রবেশকারী মালিক হয়েছে বিজেপিতে। আর আমাদের মতো যারা আদি বিজেপি, আমাদের লাথি খেয়ে ভাগতে হচ্ছে।

Asim Sarkar : অসীম যেন এই সময়ের রূপচাঁদ পক্ষী, শিক্ষাগত যোগ্যতা নিয়ে কটাক্ষ
অন্যদিকে, বর্ধমান পূর্বের বিজেপি প্রার্থী অসীম সরকার একটি ছড়ার মাধ্যমে বলেন, ‘বলে করে বোঝানো যায় না বুঝলে তার আত্মজ্ঞান। সন্তোষ বাবুর দৃষ্টায় রুচি তাই পদ্মে অসন্তোষ। তাই পদ্ম ফেলে চোরের দলে গিয়েছে সন্তোষ।’ প্রসঙ্গত, এবারের লোকসভা নির্বাচনে বর্ধমান পূর্ব কেন্দ্রে আসনের তৃণমূল কংগ্রেস প্রার্থীর নাম ড.‌ শর্মিলা সরকার। তিনি পেশায় মনোরোগ চিকিৎসক, তাঁকেই প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে, তাঁর বিরুদ্ধে বিজেপি দাঁড় করিয়েছে হরিণঘাটা বিধায়ক অসীম সরকারকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *