Nadia News : বন্ধ দোকানে হঠাৎ বিস্ফোরণ, বিকট শব্দে কাঁপল এলাকা! শোরগোল নদিয়ায় – nadia kaliganj police investigating for a blast at jwellery shop


দোকানের ভেতর বিকট শব্দে বিস্ফোরণ। বিস্ফোরণের কারণে ঝলসে গেলেন দোকানের মালিক। উড়ে যায় দোকানের শাটার। আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। শোরগোল নদিয়ার কালীগঞ্জ থানা এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।শনিবার সকালে হঠাৎ বিষ্ফোরণের জেরে উড়ে গেল একটি দোকান ঘর। আহত দোকান মালিক। ক্ষতিগ্রস্ত আশেপাশের আরও বেশ কয়েকটি দোকান বাড়ি। আজ, শনিবার ভোরে ঘটনাটি ঘটেছে কালীগঞ্জ থানার দেবগ্রামে। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেবগ্রাম বাসস্ট্যান্ডের কাছে দোকান সহিদুল শেখের। তিনি দোকানে গয়না পালিশের কাজ করতেন। রাতে দোকানেই থাকতেন। আজ ভোরে হঠাৎই বিষ্ফোরণের শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। স্থানীয় লোকজন ছুটে গিয়ে দেখেন দোকানের শাটার উড়ে গিয়ে পড়েছে বেশ খানিকটা দূরে। ধ্বংসস্তুপের চেহারা নিয়েছে দোকান ঘর। ঝলসে গিয়েছে দোকান মালিক।

স্থানীয় বাসিন্দারা তৎক্ষণাৎ খবর দেন পুলিশে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দেবগ্রাম ফাঁড়ির পুলিশ। তারা তাকে উদ্ধার করে শক্তিনগর জেলা হাসপাতালে পাঠান। এই ঘটনায় ওই দোকান সহ আশেপাশের আরো আটটি দোকান বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কিভাবে বিষ্ফোরণ হলো তা জানা যায়নি। প্রাথমিকভাবে অনুমান গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের জেরে এই ঘটনা ঘটেছে।

Hilsa Fish : রুই-কাতলা ছেড়ে ইলিশ-পাবদা চুরি! পেশাদার চোর না ভোজনরসিকের কাণ্ড, হইচই রানাঘাটে
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এদিন সকালে হঠাৎ বিকট আওয়াজে অবাক হয়ে যান সকলেই। সোনার দোকানের কাছে ছুটে এসে দেখা যায় ওই দোকানের শাটার ছিটকে পড়েছে খানিকটা দূরে। দোকানের ভেতর ঝলসানো অবস্থায় পড়ে রয়েছেন দোকান মালিক। ধোঁয়ায় ভর্তি হয়ে রয়েছে গোটা দোকান ঘর। দোকান মালিক শহিদুল শেখকে দ্রুত স্থানীয় শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তিনি। বন্ধ দোকানের ভেতর কেন এমন বিস্ফোরণ ঘটল, সে সম্পর্কে নিশ্চিত করে জানাতে পারছেন না কেউই। তবে গোটা ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। কেন এমন বিস্ফোরণের ঘটনা ঘটল খতিয়ে দেখছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *