Fact Check : বিজেপির ঘোষণা পত্রে কি NRC-UCC নেই? আসল সত্যিটা জেনে নিন – fact check ucc is in the bjp manifesto but nrc is not there


সিএএ, এনআরসি ও ইউনিফর্ম সিভিড কোড-এর মতো বিষয়গুলি নিয়ে সম্প্রতি সরগরম জাতীয় তথা রাজ্য রাজনীতি। এরই মাঝে এই সংক্রান্ত একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেই পোস্টে দাবি করা হয় যে, নিজেদের নির্বাচনী ইস্তেহার বা ঘোষণা পত্রে UCC বা ইউনিফর্ম সিভিল কোড এবং ন্যাশনাল রেজিস্টার অফ সিজিজেনস বা এনআরসি সামিল করেনি বিজেপি। সেই পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সেটির ফ্যাক্ট চেক করে সংবাদমাধ্যম নিউজচেকার। আর সেই ফ্যাক্ট চেক করেই জানা যায় আসলে ঠিক কী কী রয়েছে বিজেপির ঘোষণা পত্রে।

ফ্যাক্ট চেক করে কী পাওয়া গেল?

সংবাদমাধ্যম নিউজচেকার বিজেপির ঘোষণা পত্রে ‘ইউনিফর্ম’ কি ওয়ার্ড দিয়ে সার্চ করে। তাতে দেখা যায়, সরকার তৈরি হলে ইউনিফর্ম সিভিস কোড বা অভিন্ন দেওয়ানি বিধি লাগু করার কথা বলা হয়েছে ঘোষণা পত্রে। তবে NRC বা ন্যাশনাল রেজিস্টার অফ সিজিজেনস কি ওয়ার্ড দিয়ে সার্চ করে নিউজচেকার জানতে পারে, ঘোষণা পত্রে এনআরসি-র উল্লেখ করেনি বিজেপি।

BJP Manifesto

ভাইরাল পোস্টের স্ক্রিনশট

এছাড়া বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনেও বলা হয়েছে যে, ভারতীয় জনতা পার্টি নিজেদের ঘোষণা পত্রে ইউনিফর্ম সিভিল কোড লাগু করার কথা বললেও, এনআরসি-র কোনও উল্লেখ করেনি।

উপরোক্ত বিষয়গুলি যাচাই করেই নিউজচেকার এই সিদ্ধান্তে উপনীত হয় যে বিজেপির ঘোষণা পত্রে এনআরসি ও ইউসিসি উল্লেখ করা হয়নি বলে দাবি করে যে পোস্ট সোশ্যায় মিডিয়ায় শেয়ার করা হয়েছিল, তা বিভ্রান্তিকর। বিজেপি নিজেদের ঘোষণা পত্রে ইউসিসি লাগু করার কথা উল্লেখ করেছে। যদিও এনআরসি-র কোনও উল্লেখ সেই ঘোষণা পত্রে পাওয়া যায়নি।

BJP Manifesto

বিজেপির ঘোষণা পত্রের স্ক্রিনশট

প্রসঙ্গত, এনআরসি, সিএএ ও ইউসিসি-কে কেন্দ্র করে ব্যাপকভাবে সরগরম হয়ে উঠেছে নির্বাচনী প্রচার। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস প্রথম থেকেই এইগুলির বিরোধিতা করে আসছে এবং রাজ্যে এগুলি চালু করতে দেওয়া হবে না বলে ঘোষণা করেছে। এক্ষেত্রে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সিএএ ও এনআরসি-কে মাছের মাথা এবং লেজের সঙ্গেও তুলনা করেছেন। যদিও পালটা সিএএ নিয়ে তৃণমূল মানুষকে ভুল বোঝাচ্ছে বলে অভিযোগ বিজেপির। ফলত খুব স্বাভাবিকভাবেই নির্বাচনী প্রচারে উঠে আসছে এই বিষয়গুলি।

(This story was originally published by newschecker and translated and edited by Ei Samay Digital as part of the Shakti Collective)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *