দেখতে দেখতে ৬০০ পর্ব পেরিয়ে গেল জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী। প্রায় প্রতিটি পর্বেই থাকে টান টান মোড়। এই সিরিয়াল শুরু থেকেই দর্শকের মন জয় করেছে, টিআরপি তালিকাতেও থেকেছে সর্বদা উপরের দিকে (Jagadhatri Serial)। জগদ্ধাত্রী আর কৌশিকী মুখার্জীর ভক্ত সংখ্যা তো কার্যত লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আর তার উপর সপ্তাহের পর সপ্তাহ বেঙ্গল টপার হওয়া এই ধারাবাহিক যখন ৬০০ পর্বের মাইলস্টোন পেরোল, তখন সেলিব্রেশনও করা হল জমজমাটভাবে। আমরা হাজির ছিলাম এই মুহূর্তে সেটে। আসুন দেখে নেওয়া যাক এই ভিডিয়ো। দেশ থেকে বিদেশের নানা খবরে বিশেষ করে রাজনীতি, খেলা ও বিনোদন সংক্রান্ত যাবতীয় খবরে আপডেটেড থাকতে আপনাদের নজর থাকুক এই সময় ডিজিটালে।