জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: চলতি আইপিএলের (IPL 2024) ৩৬ নম্বর ম্য়াচে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স ও রয়্য়াল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরু (KKR vs RCB, IPL 2024)। রবিবার ইডেন গার্ডেন্সে টস হেরে প্রথমে ব্য়াটিং করে কেকেআর তুলেছিল ছয় উইকেটে ২২২ রান। জবাবে আরসিবিকে নাইটরা থামিয়ে দিয়েছেন ২২১ রানে! রুদ্ধশ্বাস শেষ ওভারে কেকেআরের বাজিমাত এক রানে! তবে একথা বলতেই হবে আরসিবি-র জন্য় এই হার অত্য়ন্ত দুর্ভাগ্য়জনক। এদিন আরসিবি সুপারস্টার বিরাট কোহলি (Virat Kohli) মানতে পারেননি তাঁর আউট। যা নিয়ে ইডেনে চলে একপ্রস্ত নাটক!
আরও পড়ুন: WATCH | KKR vs RCB | IPL 2024: নারিনকে ভয় দেখাতে ইডেনে ‘আন্ডারটেকার’ হলেন কোহলি!
কোহলি এদিন ফাফ দু প্লেসিসের সঙ্গে ওপেন করতে নেমে আউট হন ৭ বলে ১৮ রান করে। বিরাট ফেরেন হর্ষিত রানার বলে। আচমকা উঠে আসা বলে বিরাট ক্য়াচ তুলে দেন হর্ষিতকেই। আম্পায়ার আউট দিলেও, বিরাট সঙ্গে সঙ্গে রিভিউ নেন। যদিও তৃতীয় আম্পায়ারও জানিয়ে দেন ফিরতেই হবে বিরাটকে। বিরাট প্রশ্ন তুলেছিলেন উচ্চতা নিয়ে। তাঁর মনে হয়েছিল এটি নো বল। বিরাট ফিরে গেলেও অনফিল্ড আম্পায়ারদের দু’কথা শুনিয়ে যান। এমনকী ফাফও কিছু বলেছিলেন আম্পায়ারদের। এই ঘটনার ভিডিয়ো ও ছবি ভাইরাল হয়ে গিয়েছে নেটপাড়ায়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)