ট্রেনের প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি। পান্ডুয়া লোকালের প্যান্টোগ্রাফ ভেঙে বিপত্তি হয়ে গেল বর্ধমান – হাওড়া ডাউন লাইনের ট্রেন চলাচল। পরে ট্রেনটিকে ফিরিয়ে নিয়ে যাাওয়া হয় পান্ডুয়া স্টেশনে। ঘটনার জেরে ভরদুপুরে গরমের মধ্যে ব্যাপক সমস্যার মধ্যে পড়েন যাত্রীরা। অন্যদিকে রেল গেট বন্ধ থাকায় গাড়ি চলাচলেও সমস্যা তৈরি হয়।জানা গিয়েছে, সোমবার দুপুরে ডাউন পান্ডুয়া লোকাল পান্ডুয়া স্টেশন ছেড়ে বেরোনোর পর ১.৩৩ মিনিট নাগাদ জয়পুর রেল গেটে প্যান্টোগ্রাফ ভেঙে দাঁড়িয়ে যায়। লোকালটি ক্রসিং-এ দাঁড়িয়ে পড়ায় বন্ধ হয়ে যায় রিভার্স লাইনের ট্রেন চলাচল। শুধু আপ লাইনে দিয়ে ট্রেনগুলি বর্ধমানের দিকে যেতে থাকে। খবর যায় রেল কর্তৃপক্ষের কাছে। খবর পেয়েই তৎপর হয় রেল কর্তৃপক্ষ। দেড় ঘণ্টারও বেশি সময় পর ট্রেনটিকে ফিরিয়ে নিয়ে যাওয়া হয় পান্ডুয়া স্টেশনে।
বিস্তারিত আসছে…