Kalighat Temple,অগাস্ট থেকেই নতুন রূপে কালীঘাট মন্দির, কবে উদ্বোধন স্কাইওয়াকের? – kalighat temple renovation work may end by august


সমস্তকিছু ঠিকমতো চললে অগাস্ট মাসেই শেষ হতে পারে কালীঘাট মন্দিরের সংস্কার। একইসঙ্গে উদ্বোধন করা হবে নতুন স্কাইওয়াকেরও। মন্দির সংস্কারের কাজ সম্প্রতি খতিয়ে দেখেছেন রাজ্য়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, মন্দির কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। সংস্কার কাজ নিয়ে বিস্তারিত খোঁজ নেন। তিনি পয়লা বৈশাখ কালীঘাট মন্দিরে পুজো দিয়ে বার হওয়ার সময় বলেছিলেন, আগামী অগাস্ট মাসে কালীঘাট মন্দিরে নতুন স্কাইওয়াকটির উদ্বোধন করা হবে। এরপরেই ভক্তরা প্রত্যাশা করছিলেন কালীঘাট মন্দিরকে দেখা যাবে নতুন রূপে।সূত্রের খবর, যে ভাবে সংস্কার কাজ এগিয়ে চলেছে তাতে আগামী অগাস্ট মাসের মধ্যেই তা সম্পন্ন হওয়ার কথা। উল্লেখ্য, প্রথমে ২০১৯ সালে কালীঘাট মন্দিরটি সংস্কার করার জন্য কলকাতা পুরসভাকে দায়িত্ব দেওয়া হয়। সেই সময় পরিস্থিতির পর্যালোচনা করে প্রাথমিকভাবে স্থির করা হয়েছিল যে ১৮ মাসের মধ্যে এই মন্দির সংস্কারের কাজটি শেষ করা হবে। কাজও শুরু হয়েছিল। কিন্তু, ১৮ মাস তো দূরে থাক, প্রায় চার বছরেও সেই কাজ করতে পারেনি কলকাতা পুরসভা, সূত্রের খবর এমনটাই।

কলকাতা পুরসভা সূত্রে খবর, ২০১৯ সালের অগাস্টে তারা মন্দিরটি সংস্কারের কাজ শুরু করে। কিন্তু, ২০২০ সালের মার্চ মাসের পর থেকে করোনা ভাইরাস থাবা বসিয়েছিল। এরপর দীর্ঘ সময় মহামারীর কোপ এবং লকডাউনের কারণে মন্দির সংস্কারের কাজ বন্ধ রাখা হয়েছিল। পাশাপাশি কালীঘাট মন্দির সংলগ্ন যে দোকানগুলি রয়েছে তা সরানোর ক্ষেত্রেও বিস্তর বেগ পেতে হয়েছিল পুরসভাকে। পাশাপাশি বেশ কিছু সময় কালীঘাটে ভক্তদের সমাগম হয়েছে। অমাবস্যা, পূর্ণিমাতে কাজ করা সম্ভব হয়নি।

এরপর কালীঘাট মন্দিরটি সংস্কারের ভার রিলায়েন্স গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হয়েছিল। মন্দির কমিটির তরফে জানা যায়, পয়লা বৈশাখ এই মন্দিরে পুজো দিতে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় এই মন্দিরের সংস্কারের বিষয়ে খুঁটিনাটি তথ্য তিনি জানতে চান।

Islamabad: পাকিস্তানের রাম মন্দিরে হিন্দুদের নো এন্ট্রি! কারণ জানলে অবাক হবেন

মন্দির কমিটির একাংশ পুরসভার কাজে বিলম্ব হওয়ার বিষয়টি জানিয়ছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রীকে। এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগী হয়েছিলেন রিলায়েন্স গোষ্ঠীর হাতে যাতে এই মন্দিরটি সংস্কারের কাজ তুলে দেওয়া যায়। জানা গিয়েছিল, প্রাথমিকভাবে জুন মাসের মধ্যে এই মন্দিরটি সংস্কারের লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছিল রিলায়েন্স গোষ্ঠী। কিন্তু, শেষমেশ তা বৃদ্ধি হয়ে অগাস্ট পর্যন্ত গিয়েছে বলে জানা যাচ্ছে। অর্থাৎ অগাস্টে নতুনভাবে ভক্তরা কালীঘাট মন্দিরকে দেখতে পাবেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *