মিছিলে সৌগত রায়, পানিহাটির বিধায়ক নির্মল ঘোষরা ছিলেন। মিছিল শেষে একটি কর্মিসভা হয়৷ মিছিলের জেরে এ দিন বিটি রোড, সোদপুর-মধ্যমগ্রাম রোডে তীব্র যানজট লেগে যায়। গরমের মধ্যে নাজেহাল হতে হয় রাস্তায় বের হওয়ায় সাধারণ মানুষকে। এ দিনই সৌগত রায়ের সমর্থনে খড়দহে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের গোষ্ঠী খড়দহ মোড়লপাড়া থেকে খড়দহ স্টেশন পর্যন্ত মিছিল করে।
মিছিলে প্রার্থী সৌগত রায়, শোভনদেব চট্টোপাধ্যায় ও পুরপ্রধান নীলু সরকার ছিলেন। তবে দশ জনের মতো কাউন্সিলার অনুপস্থিত ছিলেন। যা নিয়ে খড়দহে ফের প্রকাশ্যে এসেছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। দমদম লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী এবং বরাহনগর বিধানসভা উপ নির্বাচনের প্রার্থী তন্ময় ভট্টাচার্যের সমর্থনে বরাহনগর সিঁথি সার্কাস ময়দানের কাছ থেকে একটি মহা মিছিল হয়। যার সূচনা করেন প্রাক্তন মন্ত্রী তথা সিপিএম নেতা গৌতম দেব।
গৌতম দেব বলেন, ‘সুজন চক্রবর্তী ছাত্রনেতা ছিলেন। তন্ময় ভট্টাচার্যকেও আপবারা সবাই চেনেন। জ্যোতি বসু আজকে আমাদের মধ্যে নেই। কিন্তু তিনি বরাহনগরে শিল্প চেয়েছিলেন। আমি চাই বরাহনগরে শিল্প হোক।’ সিপিএমের দুই প্রার্থীকে জয়ী করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘মোদী-মমতা লাগামহীন কথা বলছেন। আমরা এমন ভাবে কাজ করব যাতে পরের ভোটে আমাদের না হারাতে পারে।’
এ দিনের মিছিলে ছিলেন অভিনেতা চন্দন সেন, প্রাক্তন বিধায়ক মানস মুখোপাধ্যায়-সহ সিপিএম নেতৃত্ব। কাশীনাথ দত্ত রোড হয়ে গোপাললাল ঠাকুর রোড ধরে দেশবন্ধু রোড দিয়ে আলমবাজার বিএসএফ ক্যাম্পে গিয়ে শেষ হয় মিছিল। এই মিছিলের জেরেও প্রবল যানজট হয়।
এ দিন উত্তর দমদম অঞ্চলে গ্যাস সিলিন্ডার ডেলিভারির সঙ্গে যুক্তদের নিয়ে ভোট প্রচার সারেন সুজন চক্রবর্তী। পানিহাটি, খড়দহে এ দিন ভোটপ্রচারে বেরিয়েছিলেন দমদমের বিজেপি প্রার্থী শীলভদ্র দত্তও। অন্য দিকে, ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক হালিশহর এবং কাঁচরাপাড়ার আটটি ওয়ার্ডে ঘুরে ঘুরে প্রচার করেন। নৈহাটির পলাশী মাঝিপাড়া অঞ্চলে ছ’টি পাড়া বৈঠকও করেন।
দুপুরে হালিশহর লোক সংস্কৃতি ভবনে নিজের প্রচারের থিম সংয়ের উদ্বোধন করেন পার্থ। বিকেলে ব্যারাকপুর ওয়ারলেস মোড় থেকে একটি বড় পদযাত্রা করেন। বিজেপি প্রার্থী অর্জুন সিং ব্যারাকপুর আর্দালি বাজার থেকে এয়ারফোর্স গেট পর্যন্ত জনসংযোগ কর্মসূচি সারেন। দুপুরে নৈহাটি সিং ভবনে দলীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বিকেলে বীজপুরের হাজিনগরে রামনবমীর শোভাযাত্রায় অংশ নেন তিনি। সিপিএম প্রার্থী দেবদূত ঘোষও বিভিন্ন এলাকায় প্রচার সারেন।