শুভেন্দুর আরও কটাক্ষ, ‘এতদিন তো আমি, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষরা বলতাম, এখন তো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলল, তোমরা ২৬ হাজার চাকরি চুরি করেছ। পরীক্ষায় বসা ৩০ লাখ মেধাযুক্ত চাকরিপ্রার্থীর পিঠে ছুরি মেরেছ। এখান থেকে ১০০ কিলোমিটার দূরে চাকুলিয়াতে উন্মাদের মতো চিৎকার করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিৎকার করে বলছেন, আমি এই রায় মানি না। আপনাকে মানতে হবে না। আপনাকে আমি নন্দীগ্রামে হারিয়েছি ১৯৫৬ ভোটে। আমি আর সুকান্ত মজুমদার দুই ভাই মিলে আপনাকে প্রাক্তন করে ছাড়ব। আপনি শুধু দেখতে থাকুন।’
এতদিন তো আমি, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষরা বলতাম, এখন তো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলল, তোমরা ২৬ হাজার চাকরি চুরি করেছ। পরীক্ষায় বসা ৩০ লাখ মেধাবী চাকরি প্রার্থীর পিঠে ছুরি মেরেছ।
শুভেন্দু অধিকারী
চাকরিহারাদের পাশে থাকার বার্তা মমতার
এদিনই ২০১৬ সালের এসএসসি-র সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। আর উত্তর দিনাজপুরের চাকুলিয়ার সভা সেই সমস্ত চাকরিহারাদের পাশে থাকার বার্তা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। চাকুলিয়ার সভা থেকে তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘যাঁদের চাকরি বাতিল করা হল, তাঁরা চিন্তা করবেন না, হতাশ হবেন না। কেউ জীবনের ঝুঁকি নেবেন না, আমরা সবাই পাশে আছি, যতদূর লড়াই করার আমরা করব।’
সুপ্রিম কোর্টে যাচ্ছে এসএসসি
মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘আপনারা যাঁরা এই রায় দিচ্ছেন, সারা জীবন যাঁরা চাকরি করেছেন, তাঁদের যদি টাকা যদি ফেরত বলা হয় তাঁরা পারবেন? মানুষ আপনাদের সম্মান করে , আমরা আপনাদের সম্মান করি, বেকারের সংখ্যা হু হু করে বাড়ছে।’ একইসঙ্গে মমতা বলেন, ‘আমি বিচারপতিকে নিয়ে কিছু বলছি না।, কিন্তু এই অর্ডারটা বেআইনি।’ অন্যদিকে এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার কথা ঘোষণা করেছে এসএসসি।