AIIMS,৩০টি আসনে BJP-কে জেতালেই AIIMS, রায়গঞ্জে প্রতিশ্রুতি অমিত শাহর – amit shah assured for setting up aiims hospital at raiganj at his lok sabha rally


রায়গঞ্জের প্রচারে ফের উঠে এল এইমস প্রসঙ্গ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর বক্তৃতায় উঠে এল রায়গঞ্জ এইমসের কথা। বদলে এই রাজ্য থেকে দিতে হবে ৩০টি আসন। তাহলেই, বাংলায়, বিশেষত উত্তরবঙ্গের জন্য এইমস হাসপাতাল বানানোর কাজ শুরু করবে কেন্দ্রীয় সরকার।লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার আগে প্রচারে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। আজ, মঙ্গলবার প্রথমে মালদা দক্ষিণ কেন্দ্রে এরপর রায়গঞ্জের প্রার্থী কার্তিকচন্দ্র পালের সমর্থনে সভা করতে আসনে অমিত শাহ। রায়গঞ্জের ভোটের হাওয়ায় দীর্ঘদিন ধরেই উড়ে বেড়াচ্ছে এইমস হাসপাতল নির্মাণের কথা। কংগ্রেস নেতা প্রয়াত প্রিয়রঞ্জন দাসমুন্সির স্ত্রী দীপা দাসমুন্সি এইমস হাসপাতলে রায়গঞ্জে করানোর দীর্ঘদিন ধরেই সোচ্চার হয়েছিলেন। কালের নিয়মে রায়গঞ্জে এইমস হাসপাতাল নির্মাণের বিষয়টি চাপা পড়ে যায়। রাজ্যে এইমস হাসপাতাল তৈরি হয় নদিয়া জেলার কল্যাণীতে।

এদিন নিজের বক্তৃতা থেকে ফের এইমস হাসপাতালের প্রসঙ্গ টেনে আনলেন অমিত শাহ। তিনি বলেন, ‘রায়গঞ্জে এইমস হাসপাতাল নির্মাণ করার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু, মমতা দিদি তা আটকে দিয়েছেন। পুরো উত্তরবঙ্গে একটিও এইমস নেই। মোদীজির গ্যারান্টি, ৩০ আসন জিতিয়ে দিন, আমরা উত্তরবঙ্গের জন্য আলাদা এইমস বানানোর কাজ শুরু করব।’ রাজ্য থেকে বিজেপিকে ৩০টির বেশি আসন দেওয়া হলেই এইমস নির্মাণ করা হবে বলে জানিয়ে দেন অমিত শাহ।

Abhishek Banerjee on Amit Shah : শাহী উচ্চারণে বালুরঘাট হল বেলুরঘাট! কটাক্ষ অভিষেক-কুণালের

উল্লেখ্য, এই কেন্দ্র থেকে গতবার বিজেপির প্রার্থী হয়েছিলেন দেবশ্রী চৌধুরী। তবে, এবার প্রার্থী বদল করেছে গেরুয়া শিবির। গতবারের জয়ী প্রার্থী দেবশ্রী চৌধুরীকে দক্ষিণ কলকাতায় পাঠিয়ে এই কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে কার্তিকচন্দ্র পালকে। এর আগে রায়গঞ্জে এসে প্রচার সেরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার প্রচার সারলেন অমিত শাহ। এইমস হাসপাতল এই কেন্দ্রের মানুষের কাছে এখনও একটি আশার জায়গায়। সেই আশাই ফের চাগিয়ে তুললেন শাহ, বলেই ধারণা রাজনৈতিক মহলে।

AIIMS সরেছে কল্যাণীতে, আজও আশায় উত্তর দিনাজপুরের মানুষ
এদিনের সভা থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে ‘কাটমানি, গুন্ডামির সরকার’ চালানো নিয়ে সরবা হন অমিত শাহ। রাজ্যের মন্ত্রীদের বাড়িতে থেকে কালো টাকা উদ্ধার, হাইকোর্টের রায়ে অযোগ্যদের প্রার্থীদের চাকরি বাতিল সহ একাধিক দুর্নীতির বিষয়ে তুলে ধরেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। চাকরি বাতিলের বিষয়টি নিয়ে অমিতের খোঁচা, ‘আপনাদের কাছে তো দশ-পনেরো লাখ টাকা নেই, তাহলে চাকরি পাবেন কী ভাবে?’ সেই কারণে বিজেপি প্রার্থীদের জেতানোর আহবান জানান তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *