দক্ষিণবঙ্গের আহাওয়া কেমন?
এই বিষয়ে হাওয়া অফিস জানাচ্ছে, চলতি সপ্তাহের শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি জারি থাকবে। আজ মঙ্গলবার কলকাতা ও হাওড়া বাদে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজায় থাকবে তাপপ্রবাহের পরিস্থিতি। তার মধ্যেও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান জেলার কোনও কোনও জায়গায় তীব্র তাপপ্রবাহের আশঙ্কা থাকছে।
কলকাতায় জারি থাকবে অস্বস্তি
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ শহর কলকাতা ও সংলগ্ন এলাকায় সকালের দিকে আকাশ কোথাও কোথাও আংশিক মেঘাল থাকলেও সঙ্গে থাকবে গরমের দাপট এবং আর্দ্র্যতাজনিত অস্বস্তি। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াল, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। পাশাপাশি দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৮ ডিগ্রি সেলসিয়াস, যেটিও স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি।
তবে এরই মাঝে থাকছে বৃষ্টির পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ পূর্ব মেদিনীপুরস পশ্চিম মেদিনীপর ও ঝাড়গ্রামের কোথাও কোথাও হতে পারে হাল্কা বৃষ্টি। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলায় অবশ্য আপাতত বৃষ্টির কোনওরকম সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
দক্ষিণবঙ্গে শুষ্ক থাকলেও আজও বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের একাধিক জেলায়। এদিন উত্তরবঙ্গের উপরের দিকের ৩ জেলা, দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। তবে উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে অবশ্য ববৃষ্টির কোনও পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর।