Resort In Dooars,ডোনেশনের দাবি, ডুয়ার্সের রিসর্টে তালা মারার অভিযোগ – allegations of lock resort in dooars demand for donation


এই সময়, জলপাইগুড়ি: মোটা অঙ্কের ডোনেশন দাবি করা হয়েছিল রিসর্ট মালিকের কাছ থেকে। সেই মতো টাকা দিতে না পারায় গেটে তৃণমূলের পতাকা লাগিয়ে রিসর্টই বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। ডুয়ার্সের বানারহাট এলাকার ডায়না নদীর ধারে আপার কলাবাড়ি এলাকার ওই রিসর্টে রবিবার ছুটির দিনে প্রচুর পর্যটক আসেন।এ দিন পর্যটকরা এসে গেটে তালা মারা দেখতে পান। তাঁদের চলে যেতে বলা হয়। রিসর্টের মালিক শেখ জিয়াউর রহমানের দাবি, তৃণমূলের নাগরাকাটা ব্লক সভাপতি ও অঞ্চল সভাপতির দাবি মতো ডোনেশন দিতে না পারায় তাঁরা রিসর্ট বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছিলেন। ভোট মিটতেই দলীয় পতাকা গেটে লাগিয়ে তালা মেরে রিসর্ট বন্ধ করে দেওয়া হয়েছে।

বানারহাট থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন রিসর্ট মালিক। তাঁর দাবি, ঘটনাস্থলে পুলিশ আধিকারিকরা গেলেও গেটের তালা খুলতে পারেননি। তাঁর অভিযোগ, পুলিশই উল্টে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে বসে বিষয়টি মিটিয়ে নেওয়ার পরামর্শ দেয়।

জিয়াউর রহমান বলেন, ‘ভোটের কিছুদিন আগে তৃণমূলের নাগরাকাটা ব্লক সভাপতি এবং অঞ্চল সভাপতি চাঁদা দাবি করেন। সেই মতো আমি অঞ্চল সভাপতিকে সাত হাজার টাকা এবং ব্লক সভাপতিকে দশ হাজার টাকা পাঠাই। সেই টাকা পাঠানোর পরে তৃণমূলে ব্লক সভাপতি আমাকে ফোন করে বলেন যে, আপনি কি ভিক্ষা পাঠিয়েছেন? ১০ হাজার টাকায় তাঁর মন ভরেনি। যেহেতু ইদ ছিল এবং মার্চ মাস হাতে টাকা নেই, তাই দু’জনকে মোট ১৭ হাজার টাকা পাঠিয়েছিলাম। আমি এও বলেছিলাম যে, এখন এই টাকাটা দিলাম, পরে আরও কিছু টাকা দেব।

কিন্তু তিনি কথাটা মানতে চাননি এবং ওই টাকা ফেরত পাঠান। পরে দেখে নেওয়ার হুমকিও দেন। অঞ্চল সভাপতিও আমার ম্যানেজারকে ফোন করে হুমকি দিয়ে বলেন, এত দিন আমার ভালো রূপ দেখেছিলে, এবার খারাপ রূপ দেখবে। সেই সময়েই তিনি হুমকি দিয়েছিলেন যে, ২১ তারিখ রিসর্টে তালা মারবেন। এরপরেও আমি ১২০০০ টাকা পাঠাই। সেই টাকা অঞ্চল সভাপতি নিয়েও নেন। আজ সকাল দশটা নাগাদ দেখি আচমকাই তৃণমূলের ফ্ল্যাগ নিয়ে এসে কিছু লোক আমার গেটে তালা মেরে তৃণমলের পতাকা লাগিয়ে দিয়েছে। আমি বানারহাট থানায় লিখিত অভিযোগ জানিয়েছি।’

অভিযুক্ত অঞ্চল সভাপতি অভিযোগ অস্বীকার করেছেন। আৼ৾ংরাভাসা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের তৃণমুল অঞ্চল সভাপতি পৃথ্বীরাজ ছেত্রী বলেন, ‘তৃণমূল বা আমার কোনও লোক রিসর্টের গেটে তালা লাগায়নি। স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে কোনও গোলমাল ছিল দীর্ঘদিনের। তারাই তালা মেরেছে।’

Lok Sabha Election : ভোটের ৪৮ ঘন্টা আগে ফের উত্তপ্ত কোচবিহার

তৃণমূলের জলপাইগুড়ি জেলা সম্পাদক অরুপ দে বলেন, ‘বিষয়টি জানা নেই। সৼ৾ংবাদমাধ্যমের কাছ থেকেই শুনেছি। যদি কেউ এই ধরনের দলবিরোধী কাজ করে থাকে, তাহলে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। দল কোনও দিন এই ধরনের কাজকে সমর্থন করে না।’

এ বিষয়ে বানারহাট থানার আইসি সমীর দেওসা বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে। আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

রবিবার ছুটির দিনে স্ত্রী-সন্তানদের নিয়ে ঘুরতে এসেছিলেন সৈকত রায়। তিনি বলেন, ‘এসে দেখি রিসর্টের গেটে তালা মারা। তৃণমূলের পতাকা লাগানো। আমাদের গেট থেকেই কিছু লোক তাড়িয়ে দিল। শুনলাম তোলা চাওয়া নিয়ে গোলমাল হচ্ছে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *