মমতা বন্দ্যোপাধ্যায়,’…গুলি করে দিয়ে পালিয়ে যেত’, অভিষেকের বাড়ির রেইকিকাণ্ডে বিস্ফোরক মমতা – mamata banerjee speaks about abhishek banerjee house recce case


অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ও তাঁর অফিসের সামনে রেইকি করার অভিযোগে রাজারাম রেগে নামে এক ব্যক্তিকে মুম্বই থেকে গ্রেফতার করেছে পুলিশ। আর বীরভূমের সভা থেকে সেই বিষয়ে কড়া প্রতিক্রিয়া দিলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গুলি করে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছিল বলেও দাবি করেন তিনি।মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘নির্বাচন চলাকালিন বিজেপির এক গদ্দারক বললেন বোমা ফাটাব। আরে বোমা ফাটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর রাগ হয়তো মেরে দে। অভিষেককেও তো খুন করতে গিয়েছিলি, ধরে ফেলেছিলাম আমরা। কী ভাবে করেছিলি… তার বাড়ি পর্যন্ত রেইকি করেছে। ফোন করেছে, আপকা সাথ বাত কর না চাহতা হুঁ বলে সময় দিলেই গুলি করে দিয়ে পালিয়ে যেত। এরা চায় যারা ওদের বিরুদ্ধে তথা বলে, তাদের মেরে দাও, তাদের জেলে ভরে দাও, তাদের পৃথিবী থেকে সরিয়ে দাও।’

প্রসঙ্গত, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং অফিসের সামনে রেইকি করার অভিযোগে রাজারাম রেগে নামে এক ব্যক্তিকে মুম্বই থেকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স। গতকালই তাঁকে কলকাতায় আনা হয়েছে। ধৃত রাজারামকে আগামী ২৯ এপ্রিল পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল আদালত। রাজারাম রেগে কোনওভাবে তৃণমূলের শীর্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করার চেষ্টা করছিলেন কি না, কিংবা রেইকির পিছনে তাঁর ঠিক কী উদ্দেশ্য ছিল, তা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ধৃতকে।

এদিকে মুম্বই থেকে রাজারাম রেগে গ্রেফতার হওয়ার পর আরও সতর্কতা অবলম্বন করেছে পুলিশ। নবান্ন সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে ইতিমধ্যেই উচ্চপর্যায়ের এক বৈঠকও হয়েছে নবান্নে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজ্যের নিরাপত্তা অধিকর্তা এই বৈঠক করেন। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, যেখানে যেখানে সভা হবে, সেই সব জায়গায় বাড়তি ড্রোন দিয়ে নজরদারি চালান হবে।

প্রসঙ্গত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং অফিসের সামনে রেইকি চালান হয়েছে বলে সোমবারই জানিয়ে ছিলেন কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনার মুরুলীধর শর্মা। মুরুলীধর জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং অফিসে রেইকি করার পর অভিযুক্ত রাজারাম রেগে কিছু জায়গার ছবিও তোলেন। এমনকী কী ভাবে তৃণমূল সাংসদের সঙ্গে দেখা করা যায় সেই বিষয়ে অফিসের আশেপাশের কয়েকজনের কাছ থেকে তথ্য নেওয়ারও চেষ্টা করেন। শুধু তাই নয়, অভিষেকের ব্যক্তিগত সহায়ককেও ফোন করেন তিনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *