Abhishek Banerjee : ‘১০ জন BJP বিধায়ক লাইনে আছেন…’, মুর্শিদাবাদের নির্বাচনী সভায় বিস্ফোরক অভিষেক – abhishek banerjee said 10 bjp leaders are ready to join trinamool congress


এখনও বিজেপির ১০ জন লাইন দিয়ে আছেন তৃণমূল কংগ্রেসে যোগদান করার জন্য। নির্বাচনী আবহে বড় ইঙ্গিত দিলেন তৃণমূল কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি, ‘ঠিক সময়ে দরজা খোলা’ হলে, বাংলা থেকে এই দল নিশ্চিহ্ন হয়ে যাবে বলেও হুঁশিয়ারি দিতে দেখা গেল তৃণমূল সাংসদকে।বুধবার মুর্শিদাবাদ জেলায় রোড শো করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রোড শোয়ের পরেই বক্তৃতা রাখার সময়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এই ভোটের আগে ইডির ভয় দেখিয়ে তাপস রায়কে নিয়ে গিয়েছে বিজেপিতে। প্রার্থী নেই তো, তৃণমূল থেকে নিয়ে গিয়ে প্রার্থী করছে। আমি ৪৮ ঘণ্টার মধ্যে ওঁদের একজন বিধায়ককে আমাদের দলে নিয়েছি। এখনও ১০ জন লাইনে আছে। ঠিক সময় দরজা খুলব। এই দলটাকে বাংলায় উঠিয়ে ছাড়বো, কথা দিচ্ছি, যদি আপনারা ঐক্যবদ্ধ থাকেন।’

‘রায় দিয়ে এখন তো বিজেপির প্রার্থী’, খোঁচা অভিষেকের

অভিষেকের কথায়, গত বিধাসভা নির্বাচনে ওঁরা (বিজেপি) দোল ভাঙাতে এসেছিল, তারপর দেখা গেল বিজেপি অবকি বা ২০০ পার বলে ৭৭-এ আটকে গিয়েছে। অভিষেকের কথায়, ‘বিজেপির নেতারা লাইন দিয়ে রয়েছে, আমরা দরজা বন্ধ করে রেখেছি , যদি দরজা খুলি দল উঠে যাবে।’ অভিষেক আরও উল্লেখ করেন, বিজেপি দল ভাঙিয়ে দুজন সাংসদকে নিয়েছিল। অভিষেক কাঁথি ও তমলুকের সাংসদের কথা উল্লেখ করেন। পাল্টা, বিজেপি থেকে বাবুল সুপ্রিয় এবং অর্জুন সিংকে নিয়ে আসা হয়েছিল। এদিনও অভিষেক ইঙ্গিত দেন, আরও দশ জন নেতা অপেক্ষায় আছেন। লোকসভা নির্বাচনের মাঝে তাঁর রেই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *