Farakka Barrage : ফরাক্কা ব্যারেজের উপর লরিতে আগুন! মালদা ডিভিশনে ব্যাহত রেল পরিষেবা, ভোগান্তি যাত্রীদের – lorry caught fire on farakka baradge causes malda train service disrupted


চলন্ত লরিতে হঠাৎই লাগল আগুন। জাতীয় সড়কের উপর হঠাৎই দাউ দাউ করে জ্বলতে লাগল লরি। ঘটনা ফরাক্কা ব্যারেজের ৪৮ নং গেটে। ঘটনায় মালদা ডিভিশনের ট্রেন চলাচল ব্যাহত। সমস্যায় পড়লেন যাত্রীরা।আজ, বুধবার সাতসকালে ফরাক্কা ব্যারেজের ৪৮ নম্বর গেটের সামনে পণ্য বোঝাই চলন্ত লরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। ব্যারেজের উপর জাতীয় সড়কের উপর চোখের সামনে দাউ দাউ করে পুড়ল পণ্যবোঝায় লরি। দমকল আসার আগেই কার্যত ভস্মিভূত হয়ে যায় লরিটি।

এদিকে, জাতীয় সড়কের উপর লরিতে আগুনের প্রভাব পড়ল ট্রেন চলাচলে। মালদা ডিভিশনে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হল বেশ কিছুক্ষণ। ফরাক্কা ও মালদায় দাঁড় করিয়ে রাখা হল বেশ কয়েকটি ট্রেন। ঘটনাস্থলে রয়েছে সিআইএসএফ জওয়ান, ফরাক্কা থানার পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের একটি ইঞ্জিন। ব্যারেজে ওঠার দু’দিক সিল করে দেওয়া হয়েছিল। বুধবার সকালে হঠাৎ আলদাগামী একটি পণ্য বোঝায় চলন্ত লরিতে আগুন ধরে যায়। ব্যারেজের ৪৮ নম্বর গেটের সামনে চালক লরিটি দাঁড় করায়। ততক্ষণে দাউদাউ করে জ্বলতে শুরু করে আগুন। আগুনের অত্যাধিক তেজে প্রভাব পড়ল ট্রেন চলাচলও। বুধবার সকাল সকাল ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ফরাক্কা ব্যারেজে।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ফরাক্কা বাঁধ প্রকল্পের কর্তব্যরত সিআইএসএফ প্যানের টিম। খবর দেওয়া হয় দমকলকেও। ছুটে আসে ফরাক্কা থানা এবং বৈষ্ণবনগর থানার পুলিশ। তারপরেই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হয়। এদিকে চলন্ত গাড়িতে ফারাক্কা ব্যারেজে জাতীয় সড়কেই এভাবে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় ব্যারেজ এলাকায়। আগুনের জেরে ট্রেন চলাচলের জন্য ফারাক্কা ব্যারেজের উপর থাকা ইলেকট্রিক তার ক্ষতিগ্রস্থ হয়। ফলে বন্ধ হয়ে যায় ট্রেন পরিষেবাও। ঘণ্টা খানেকের চেষ্টায় লরির আগুন নিয়ন্ত্রণে আসে। লরিটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে। বন্ধ রয়েছে ওই ডিভিশনে ট্রেন চলাচল। ট্রেন চলাচল স্বাভাবিক করতে রেলের আধিকারিকরা ছুটে এসেছেন।

বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে পরপর লরির ধাক্কা, বন্ধ এয়ারপোর্টগামী লেন
এদিকে ঘনঘন ব্যারেজের উপর দুর্ঘটনায় নাশকতার তত্ত্বও উঠে আসতে শুরু করেছে। এর আগে গত চার মাসে ব্যারেজের উপর চারবার এই ধরণের ঘটবা ঘটেছে। দু’বার ব্যারেজের রেলিং ভেঙে পণ্যবাহী লরি উঠে গিয়েছিল রেল লাইনে। একবার একইভাবে চলন্ত গাড়িতে আগুন লেগে আতঙ্ক ছড়ায়। বারবার ব্যারেজের উপর একই ঘটনা কীভাবে ঘটছে খতিয়ে দেখছে ব্যারেজ কর্তৃপক্ষ। প্রশাসন সূত্রে খবর, আগুন আয়ত্বে এলেও জাতীয় সড়কে যান চলাচল ও ট্রেন চলাচল এখনও স্বাভাবিক হয়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *