‘প্রায় ৫৩০০ অযোগ্যদের তালিকা জমা, বাকিরা…’, চাকরি বাতিল প্রসঙ্গে দাবি SSC চেয়ারম্যানের – west bengal school service commission says they submitted 5300 non eligible candidates details in affidavit in calcutta high court


গত সোমবার কলকাতা হাইকোর্ট SSC নিয়োগ দুর্নীতি মামলায় ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিলের কথা ঘোষণা করেছিল। আগেই স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছিল তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে চলেছে। এই আবহে বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে স্কুল সার্ভিস কমিশন।এদিন SSC-র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার দাবি করেন, তাঁরা তিনটি হলফনামা দিয়ে আদালতে জানিয়েছেন প্রায় ৫ হাজার ৩০০ জনের মতো অযোগ্য। তবে বাকিরা যে যোগ্য, তা জোর দিয়ে বলেননি তিনি। তাঁর কথায়, ‘আপাতত যে তথ্য আছে হাতে সেই মোতাবেক ওরা যোগ্য। তবে আগামীতে যে তথ্য উঠে আসবে সেই মোতাবেক বলব। এর বাইরে আমাদের পক্ষে বাকি প্রায় ১৯ হাজারকে এভাবে সার্টিফায়েড করা সম্ভব নয়।’

তিনি আরও বলেন, ‘আমাদের তরফে কোনও তথ্য যায়নি, এই দাবি ভুল। আর সেই কারণেই আমরা এই তথ্য তুলে ধরলাম।’

বিস্তারিত আসছে



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *