তথাগত চক্রবর্তী: প্রবল দাবদাহের মধ্যে রিলস বানাতে গিয়ে মৃত্যু হল এক কিশোরীর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের রাধাগোবিন্দ পল্লিতে। মৃতার নাম আলপনা মন্ডল। জানা গিয়েছে, রোদের মধ্যে রিলস বানানোর সময় আচমকা মাথা ঘুরে পড়ে যায় ওই কিশোরী।
স্থানীয় একজন ওই কিশোরীকে সাথে সাথেই সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা ওই কিশোরীকে মৃত বলে ঘোষণা করে। খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় সোনারপুর থানার পুলিস। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিস।
দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এলাকারবাসীরা জানিয়েছেন, আলপনার বাবা ও মা রোজের মতো কাজে চলে যান। বাড়িতে একাই ছিল সে। বুধবার দুপুর ৩টে নাগাদ আলপনা তার এক বান্ধবীকে নিয়ে তার সাথে রিলস বানাতে যায় এই রোদের মধ্যে। রিলস বানাতে গিয়ে তারপরই এই দুর্ঘটনা ঘটে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
