চেপড়া অঞ্চলটি জেলাগতভাবে উত্তর দিনাজপুরের আওতায় হলে লোকসভাগত ভাবে এই বিধানসভা কেন্দ্রটি দার্জিলিং লোকসভা কেন্দ্রের মধ্যে অবস্থান করে। ওই কেন্দ্র থেকে লড়ছেন বাম সমর্থিক কংগ্রেস জোট প্রার্থী মুণীশ তামাং। আর তাঁর সমর্থনে ফ্ল্যাগ-ফেস্টুন লাগানো থেকে শুরু করে বাড়ি বাড়ি প্রচার করছেন মনসুরের বাবা কাকারা।
উত্তর দিনাজপুরের চোপড়ার দাসপাড়া অঞ্চলের গেন্ডাগছ গোয়াবাড়ি এলাকায় বাড়ি মনসুরের। ওই এলাকায় এই লোকসভা নির্বাচনে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী ভাল ফল করবেন বলেই আশাবাদী তাঁরা। মনসুরের কাকা জাকির হোসেন বলেন, ‘মনসুরকে যখন মারছিল তখন সেখানে আমিও ছিলাম। অনেক হাতে পায়ে ধরেছিলাম তবুও ওরা শোনেনি।’ তিনি আরও বলেন, ‘ঘটনার পর থেকেই তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের গুন্ডাবাহিনী একাধিকবার হুমকি দিয়েছে। এমনকী তাঁদের ভয়ে রাজ্য পুলিশ আমাদের বাড়িতে এনকোয়ারিতেও আসেনি। পুলিশও তাঁদের ভয় পায়।’
জাকির আরও বলেন, ‘পুলিশকে অনেক অনুরোধ করেছি, কিন্তু পুলিশও নিরুপায়। মাঝখানে শুনলাম মনসুরের খুনের অভিযুক্ত ফারুক অস্ত্র বিক্রি করতে গিয়ে ধরা পড়েছিল, কিন্তু দশ দিনের মধ্যে ছাড়াও পেয়ে গেল। অপর এক অভিযুক্ত লক্ষ্মীপুর অঞ্চলের তাজিমুল ওরফে জেসিবি-কেও পুলিশ ধরেছিল, পরবর্তীকালে সেও ছাড়া পেল। ওদের কাছে দুটি AK47-ও ছিল।’ জাকির আরও বলেন, ‘বাম-কংগ্রেস প্রার্থীর হয়ে প্রচারে গিয়ে এখনও হামিদুলের লোকজন হুমকি দিচ্ছে।’ লোকসভা নির্বাচনে যেই জিতুক না কেন, তাঁর কাছে ভাইপো হত্যার যাতে বিচার হয় সেই দাবি রাখবেন বলে জানান জাকির।
জাকির হোসেনের দাবি, তাঁর ভাইপো মনসুর আলমকে যারা হত্যা করেছে তাদের কঠোরতম শাস্তি হোক। তবে হুমকির মাঝেও তাঁরা এখনও বিচারের আশায় দিন গুনছেন। কবে তাঁরা বিচার পাবেন তা অবশ্য সময়ই বলতে পারবে।