Kalyan Banerjee,’গ্রামের মহিলারা রিয়্যাক্ট করছে’, কাঞ্চনকে প্রচার গাড়ি থেকে নামিয়েই দিলেন কল্যাণ – kalyan banerjee tmc candidate has get off kanchan malik from his campaign car


অভিনেতা তথা বিধায়ক কাঞ্চন মল্লিককে প্রচার গাড়ি থেকে নামিয়ে দিলেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন তাঁর সঙ্গে প্রচারে থাকলে গ্রামের মহিলারা ভালোভাবে নিচ্ছেন না, তাই তাঁকে সঙ্গে যেতে নিষেধ করলেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থীবৃহস্পতিবার কোন্নগর নবগ্রাম পঞ্চায়েত এলাকায় ভোট প্রচার ও জনসংযোগ কর্মসূচিতে বের হন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কোন্নগর স্টেশন রোডে তৃণমূল পার্টি অফিসের সামনে থেকে শুরু হয় প্রচার। সেখানেই কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হুড খোলা গাড়িতে কাঞ্চনকে দেখা যায়। কিন্তু তাঁকে নিয়ে প্রচার করতে চাননি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাই কাঞ্চন মল্লিককে নেমে যেতে বলেন। কাঞ্চন মল্লিক গাড়ি থেকে নেমে দলীয় কর্মীর বাইকে করে বেরিয়ে যান।

পরে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি, ‘তিনি (কাঞ্চন মল্লিক) মনক্ষুণ্ণ হয়েছেন কি হননি আমি জানি না। আমি ওঁকে নিয়ে আগেও প্রচার করেছি। তিনি আমার সঙ্গে যখন প্রচারে বেরোচ্ছেন গ্রামের মহিলারা কিন্তু ভীষণ রিঅ্যাক্ট করছে। আমি ওঁকে আগেই বলে দিয়েছিলাম গ্রামে এসো না। আর আমার সঙ্গে প্রচারে শুধু কেন থাকছে? একজন বিধায়ক, সে তো নিজেও প্রচার করতে পারে, সেখানে তো করছে না। আমাকে নির্বাচন করতে হচ্ছে, মানুষের মন যা আছে তা তো বুঝতে হবে। আমি ব্যক্তি বিশেষের জন্য নয়, আমি সমষ্টিগত মানুষের জন্য। কোনও ব্যক্তি বিশেষের আনন্দ বা সুখের জন্য আমি সমষ্টিগত মানুষকে কষ্ট দিতে পারব না।’ এদিকে এই বিষয়ে কাঞ্চন মল্লিকের প্রতিক্রিয়া জানার জন্য তাঁর সঙ্গে যোগাযোগে চেষ্টা করা হলেও ফোন ধরেননি তিনি। উত্তরপাড়ার বিধায়ক কলকাতায় ফিরে গিয়েছেন বলেও তৃণমূল সূত্রে খবর।

Kalyan Banerjee on PM Modi : ‘বেনারস কেন? এখান থেকেই প্রধানমন্ত্রী কনটেস্ট করুন’ মন্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের

প্রসঙ্গত, দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর শ্রীময়ী চট্টরাজকে বিয়ে করেন অভিনেতা তথা উত্তরপাড়ার তৃণমূল বিধায়ক বিধায়ক কাঞ্চন মল্লিক। আর সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তরপাড়ায় কাঞ্চনের বিধানসভা এলাকার মানুষের মধ্যেও তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। মহিলাদের একাংশের মধ্যে বিষয়টি নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়ে যায়। যেহেতু অভিনেতা হওয়ার পাশাপাশি তিনি একজন জনপ্রতিনিধিও, তাই বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়ে যায়, তাঁর বিধানসভা এলাকার মানুষের মধ্যেও। আর হয়ত সেই কারণেই কল্যাণ কাঞ্চনকে প্রচারে নিয়ে যেতে চাইলেন না বলে মনে করছেন কেউ কেউ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *