কেমন থাকবে কলকাতার আবহাওয়া?
বৃহস্পতিবারও কলকাতার তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশাপাশে থাকতে পারে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়ালের কাছাকাছি। গতকাল অর্থাৎ বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে পাঁচ ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক ৮১ শতাংশ এবং সর্বনিম্ন ৩০ শতাংশ। এপ্রিল মাসের শেষে কলকাতার তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে। আপাতত কলকাতায় বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছেন আবহবিদরা।
কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?
এদিন দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই রয়েছে তাপপ্রবাহের সম্ভাবনা। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম এবং উত্তর ২৪ পরগনাতে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। শুক্রবার এই পরিস্থিতি তৈরি হতে পারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম এবং উত্তর ২৪ পরগনা, বীরভূম এবং বাঁকুড়াতে। শনি এবং রবিবার তাপপ্রবাহের পরিস্থিতি চলবে দক্ষিণবঙ্গজুড়ে।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
উত্তরবঙ্গের কিছু জেলায় রয়েছে স্বস্তির বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং,আলিপুরদুয়ার , কোচবিহার এবং জলপাইগুড়িতে। তাপপ্রবাহ হতে পারে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। আগামী তিন দিনে উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই তাপমাত্রা বাড়তে পারে।