‘…হাতের পায়েস খেয়ে গৌতম বুদ্ধ সিদ্ধিলাভ করেছিলেন!’ ভাইরাল মন্তব্যের কারণ ব্যাখ্যা সুজাতার – sujata mondal says the video where she talks about gautam buddha is old


বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে মুখোমুখি সৌমিত্র খাঁ এবং সুজাতা মণ্ডল। প্রাক্তন এই যুগলের রাজনৈতিক লড়াইয়ের দিকে তাকিয়ে গোটা রাজ্য। এদিকে সম্প্রতি সুজাতা মণ্ডলের একটি রিল ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে সুজাতাকে বলতে শোনা যাচ্ছে, ‘আমি সেই সুজাতা যাঁর হাতের পায়েস খেয়ে গৌতম বুদ্ধ সাধনায় সিদ্ধিলাভ করেছিলেন।’ আর এই ভিডিয়ো নিয়ে শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাঁকে কটাক্ষ করেছেন BJP নেতারা। এবার এই ভিডিয়ো নিয়ে মুখ খুললেন তৃণমূলের এই প্রার্থী। স্পষ্ট জানালেন, ভিডিয়োটি আজকের নয়, পুরনো। একইসঙ্গে নিজের মন্তব্যের ব্যাখ্যাও করেছেন তিনি।একুশের বিধানসভা নির্বাচনের ঠিক আগে তৃণমূলে যোগদান করেছিলেন সুজাতা মণ্ডল। সেই সময় সকলের সামনে কেঁদে বিবাহবিচ্ছেদের ঘোষণা করেছিলেন সৌমিত্র। এরপর সময় গড়িয়েছে। রাজনীতির হাঁড়িকাঠে বলি হয়েছে সৌমিত্র সুজাতার সম্পর্ক। সৌমিত্র নতুন করে সংসার পেতেছেন। লোকসভা নির্বাচনে BJP-র সৌমিত্রর মুখোমুখি তৃণমূলের সুজাতা।

দুই জনেই প্রচার চালাচ্ছেন তাঁরা। এরই মধ্যে সুজাতার ভাইরাল ভিডিয়োটি নিয়ে শোরগোল পড়েছে রাজনৈতিক মহলে। ভিডিয়োটিতে সুজাতা বলেন, ‘আমি সেই সুজাতা যেই সুজাতার হাতের পায়েস খেয়ে গৌতম বুদ্ধ সাধনায় সিদ্ধিলাভ করেছিলেন।’ ভিডিয়োটি নিয়ে কটাক্ষের সুর স্থানীয় BJP নেতাদের কণ্ঠে। এই প্রসঙ্গে এই সময় ডিজিটাল-কে সুজাতা মণ্ডল বলেন, ‘ভণ্ড, BJP-র কিছু পচা মানুষ এই কথা বলছেন। বিষ্ণুপুরের BJP প্রার্থীর মুখটা এতটাই পচা যে লোকে ওঁকে হিন্দু, মুসলিম, খ্রীষ্টান বলে মনে করা না।’

নিজের মন্তব্যের ব্যাখ্যা দিয়ে সুজাতার সংযোজন, ‘আমার নামের এক মহিয়সী নারী শতাব্দী শতাব্দী প্রাচীন আগে ভগবান গৌতম বুদ্ধকে পায়েস খাইয়েছিলেন। গৌতম বুদ্ধ দীর্ঘ সময় সাধনা করেছেন। তিনি সেই পায়েস খেয়েই সিদ্ধিলাভ করেছিলেন। আর থেকে চার বছর আগে এই বার্তাটাই দিয়েছিলাম।’

Sujata Mondal TMC : রাস্তায় আটকে অ্যাম্বুল্যান্স, গাড়ি থেকে নেমে দৌড় সুজাতার, তারপর…

তাঁর কথায়, ‘যেহেতু BJP আমাকে কোনওভাবেই নাস্তানাবুদ করতে পারছে না সেই জন্য এই পুরনো ভিডিয়োগুলো সামনে তুলে আনছে।’ এদিন ফের একবার সৌমিত্র খাঁকে তোপ দাগেন সুজাতা। বলেন, ‘আমি ধর্মনিরপেক্ষ মানুষ। জন্মগতভাবে হিন্দু হলেও আমি ধর্মনিরপেক্ষ মানসিকতায় বড় হয়েছি। আমার বন্ধুরা বিভিন্ন ধর্মের বিভিন্ন জাতের। আমার পরিবারে জাতিগত ধর্মগত কোনও বিভেদ নেই। এই সমস্ত পুরনো ভিডিয়ো দেখিয়ে BJP কালী ছেটানোর চেষ্টা করছে।’ সবমিলিয়ে ভোটবঙ্গের উত্তাপ আরও বাড়িয়েছে সুজাতার এই ভিডিয়ো।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *